পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেম সেমস্তী ( শে ) বি, স্ত্রী, সেউতী (দ্র: ) ফুল । সেমাহী ( শে ) { ফা—মে-মাহ+ঈ ] বিণ, ত্রৈমাসিক । - Czifisi (cofis.) [ŝt-chemise I fi, স্ত্রীলোকদিগের শাড়ীর নিয়ে পরিধানযোগ্য গাত্রাবরণবিশেষ। প্র—“নুতন প্রেমিক কেহ সেমিজে কামিজে রচি তাঁর "–চন্দন । সেয়াকুল (শেল) বি, কণ্টকী সুপবিশেষ । সেয়ান, সেয়ানা (শেয়ান ) { সং—সজ্ঞান হইতে ] বিণ, চতুর। প্র—“মেয়েট সেয়ানা কিছু চাই”—মানকুমারী। "ধৰ্ম্মকেতু ভায় সঙ্গে ছিল নানা দেন । তাঁহা হৈতে দেগি বাপা বড়ই সেয়ান ॥”—কবিক ৷ ২ ৷ জ্ঞানবান । ৩ । বয়স্ক : সেমিত্ত । (সয়ান পাগল—যে বাস্তবিক পাগল নয় অথচ কার্য্যোদ্ধারের জন্ত পাগলামির ভাণ করে । সেয়ানে সেয়ানে কোলাকুলি— চতুরে চতুরে আলিঙ্গন বা মিলন। সেয়ানী ( শে ) { সেয়ান (দ্র: ) শব্দ স্ত্রীলিঙ্গে ] বিণ, চতুরা। প্র—"বিদ্যাপতি কহ তুহুঁ আগেয়ানি । দুই একযোগ ইহকে কহে সেয়ানী ॥”—বি, প। সম্বোধনে—সেয়ানি। প্র—“পুছইতে কুশল উলটায়বি পানি বচন ন। বান্ধবি শুনহ সেয়ানি ॥”—বি, প। সেরা ( শে ) { সং—শ্রেষ্ঠ হইতে ] বিণ, প্রধান ; শ্ৰেষ্ঠ । সেরেস্তা ( শে) { ফু—সিরিস্ত ] বি, কাৰ্য্যা লয় ; অফিস । ২ । বিভাগ। সেরেস্তাদার ( শে, রূ ) [ সেরেস্তা (দ্র: ) + ফু—দার] বিণ, কাৰ্য্যালয় পরিদর্শক ; সেরেস্ত রক্ষক। বি, সেরেস্তাদারি-সেরেস্তাদারের কার্য্য । সেলাই (শে) { হি—সিলাই । সং—সীবন ] বি, সীবন কাৰ্য্য। চণ্ডীপাঠ হইতে জুতা সেলাই—সকল কাজ। প্র—“জ্যোতি বাবুদের সে চণ্ডীপাঠ হইতে জুতা সেলাই পৰ্য্যন্ত প্রায় সমস্তই করিত "—ভারতী, ১৩২• । সেলাবরদার (শেলাবার) { আ—সিলাহ, ( অস্ত্র ), ফ্রা-বাদার ( বাহক ) ] বি, অস্ত্রবাহক । সেলাম ( শেলাম্) [ আ—সলাম ( কুশল, শান্তি ) খি, মুসলমানদিগের নমস্কার বা অভিবাদনসুচক *f; ; good morning. সেলাম আলেকুম–[সং—“শাস্তিরস্তু"] আপনার কুশল হউক বলিয়া অভিবাদন ; good morning. সেলামৎ (শে ) [আ-সন্ত্ৰ ( শাস্তি) হইতে বি, শান্তি ৷ ২ ৷ কুশল : মঙ্গল। ৩। স্বাস্থ্য। ৪ । মুক্তি । Տ8ԳՀ সেলামী (শ ) [ আ—সলাম হইতে ] বি, নজর : উপহার : উপঢৌকন । প্র—“সেলামী দিলেক সবে চতুগুণ তার”—অ, ম ৷ ২ ৷ [ জমীঃ পরিঃ ] জমী জমা খরিদ বিক্রয়কালে বা ভোগামুমতি পত্র গ্রহণকালে জমিদারকে যে অর্থ বা উপঢৌকন দেওয়া হয় ; নজরান । প্র—“সেলামী বঁাশগাড়ী নানাবাবে যত কড়ী না লইব গুজরাট বাসে ।”—কবিক I অণকেল সেলামী—বুদ্ধির অভাবে ক্ষতিগ্রস্ত হইয় বা ঠকিয় আক্কেল লাভ করার মূল্য : নিৰ্বদ্ধিতার দ্বও। তুল—ঝকমারীর মাশুল। সেলেখানা (শ ) { আ—সিলাহ ( অস্ত্রশস্ত্র ) ফু!—থান (আগার ) ] বি, অস্ত্রাগার ; almoury ; arsenal. প্র—“দুর্গানামের छूर्श গেথে রেখেছি মা সেলেখান। তাতে গুলি গোলা সকল তোলা ভক্তি অস্ত্র অাছে শান ॥" —রামপ্রসাদ । সেলেট, শ্লেট । ইং—slate ] বি, কোমল পাথরে প্রস্তুত লিখনপট । সেলেট পেনসিল, শ্লেট পেন্সিল—সেলেটে লিখিবর সেলেট পাথরে নিৰ্ম্মিত লেখনী । সেলেরবন্ধী ( শেলে বোন্দী ) ( জনী: পরিঃ ] বি, পত্তনীর পাট্ট ও কবুলিয়ত লেখা পড়ার পূৰ্ব্বে গ্রহণ কৰ্ত্তার নাম স্বাক্ষরিত মুসাবিদ । সেসন ( সেগুন, ) ( ইং—sessions ] বি, ফৌজদারী মামলার নিষ্পত্তির জন্ত বিশিষ্ট বিচারপতির অধীনে বিচার সভার অধিবেশন । এইরূপ বিচারপতির নাম সেসন জজ sjudge ) এবং তাহার কাছারির নাম সেসন কোট্‌ বা সেসন আদালৎ ( Sessions Court —Tsoil of I সেহ ( শেহ ) [ সে—হ (নিৰ্দ্ধারণে ) ] ক্রি-বিণ. সেই । প্র—“সেই ঠাই এক্ষণে সেই রাশি ডুবেছে”—হেমচন্দ্র। "বেশ্যানী কহয়ে হিয়ার ভিতরে বড় ধন আছে সেই ।”—চণ্ডীদাস । ২ । [ প্রা-বাং-য় "ও” স্থলে “হ” যোগ ] স, সেও ; সে ব্যক্তিও । সেইলা ( শে ) { শৈবাল দ্রঃ ] বি, সেওলা । প্র—"স্রোতের সেহ্লার মত মাগো ফিরিতেছি ভেসে ।"—বাং-গান ! সেহ [ ফু' ] বি, গাজন আদায়ের দৈনিক হিসাব । ২ । প্রজার খাজনা আদায়ের হিসাব পুস্তক। সেহ করা—সেহ বহিতে হিসাব লেখা। সেহী নবিস,—নবীস—যে কৰ্ম্মচারী সেন্থাবহিতে হিসাৰ লেখে ; খাজনা আদায়ের হিসাব রক্ষক। সেহাবহি-উক্ত হিসাবের খাতা বহি । সেহি (শে ) [ সে—হি (নিশ্চয়ে) । পদ্যে] স, সেই । প্র—“সেহি অক্ষ দল কলিকা বিমল মৃদ্ধ বিচলিত পবনে”—বিজয় মজুমদার । সৈবা সৈংহ (শৈং ) [ সিংহ+অ (সম্বন্ধার্থে অণ, ) ] বিণ, সিংহ সদৃশ কেশরী তুল্য। ২ । সিংহ সম্বন্ধীয় । সৈংহিক, সৈংহিকেয়(শৈংহিক) সিংহিকা +ইক, আ (অপত্যার্থে) ] বি, পুং, সিংহিকাতুত ; রা2গ্ৰহ । সৈকত (শৈকত, ) [ সিকতা (বালুকা ) + অ ( সম্বন্ধার্থে-অণ, ) বি, ক্লী, সিকতাময় তট : পুলিন। ২ । বিণ. বালুভূমি ঃ সিকতাবান। সৈকতিক (শৈকতিক্) (সিকতা (বালুক ভূমি)+ইক (সংস্কৃষ্টার্থে—ইকণ, )] বি, পুং বৌদ্ধ সন্ন্যাসী । ৩। বিণ, শ্রমজীবী । ৪ । সংশয়জীবী । সৈকতিল (শৈকতিল) [ সিকতা (বালুক ) +ইল ( যুক্তার্থে)] বিণ, সিকতাময় . বালুকাবিশিষ্ট । সৈতবাহিনী ( শৈ) [ সিত=সেত (শুক্ৰ)— বাহিনী+অণ, (স্বার্থে) ] বি, স্ত্রী, ধাৰ্ছদানদী। সৈতান (শৈতান) [ হি—সয়তান, ইং— satan ] বি, শয়তানদ্রঃ । প্র—“মাংস হেতু যুদ্ধ করে সৈতানে সৈতানে”-কবিক। সৈনাপত্য ( শৈনাপোত্ত) [ সেনাপতি+য ( ভাবে-ঘণ,)] বি. রী, সেনাপতির পদ। ২ । [ কৰ্ম্মে—যশ,] সৈন্তাধ্যক্ষতা : সেনাপতির কৰ্ম্ম । ৩। [সম্বন্ধার্থে-যশ,] বিণ, সেনাপতি সম্বন্ধীয় । সৈনিক (শৈনিক্) ( সেনা+ইক (স্বার্থে– ইকণ, ) ] বি, পুং, সৈন্যদল-ভুক্ত ব্যক্তি ; যোদ্ধ পুরুষ। ২। প্রহরী। ৩। সেনারক্ষক। ৪ । বিণ, সেনা সম্বন্ধীয় । সৈন্ধব (শৈন্ধব) সিন্ধু—সমুদ্র+অ (নিবাসার্থে —অণ) ] বি, পুং, ক্লী, সমুদ্রোৎপন্ন লবণ । ২ । সিন্ধুদেশজাত ঘোড় । প্র— “আনিয়াছে বাজ ? তুকী আর তাজ? সরাজী সৈন্ধব সেরা ।”—কৰ্ম্মদেবী । ৩। বিণ, সমুদ্রজাত : সাগরোৎপন্ন । ৪ । সিন্ধু দেশোৎপন্ন। স্ত্রী, সৈন্ধবী-রাগিণীবিশেষ। সৈন্য (শৈন্ন) [ সেনা+য (স্বার্থে—ঘণ,) ] বি, পুং, যুদ্ধকামী অস্ত্রধারী পুরুষ ; সেপাই। soldier. সৈন্য সমাবেশ-সেনাব্যুহ রচনা । সৈন্যসামন্ত—সৈন্যদল এবং : অধীন রাজগণ বা প্রধান প্রজাসমূহ। সৈন্যাধ্যক্ষ (শৈন্তাধধোকৃখ) সৈন্ত+অধ্যক্ষ] বি, সেনানায়ক : সেনাপতি । সৈবাল (শৈবাল) [ সৈবাল (সেবা-অল) সেবাল (ভূষিত করা )+অন (কর্তৃ ) ] ৰি, ক্লী, শৈবাল ; শেওলা ।