পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষেমী সংক্ষেপে । আদরে "ক্ষেতু” । অনাদরে "ক্ষেত্তরে", "ক্ষেত্তরে” “ক্ষেতা"। ২। ी, ক্ষেত্রদাসী সংক্ষেপে । আদরে "ক্ষেতন” । অনাদরে "ক্ষেত্ত্বী", “ক্ষেতী” । ক্ষেমা, খেমা—ক্ষেমঙ্করী নামের সংক্ষেপ। খয়রাতি—খয়রাত (দ্রঃ ) হইতে (ঈশ্বরের দান অর্থে) । খাতের (র) থাতর (দ্র:) অপভ্রংশে । খাদ–পুং, স্ত্রী, ক্ষুণ্ণ নাসিক অর্থাৎ বসা নাক হেতু আদরের নাম। অধিক আদরে খাদ্ধ। অনাদরে খ্যাদা ; স্ত্রী, খাদী। গ্রা পুং, খেদা (খ্যা), স্ত্রী, খেদ । খিরদৃবখত— ধির বধ,ৎ। খ্রিস্=জ্ঞান প্রজ্ঞা । খেয়ালি—আ—থয় য়ালি (ভাবুক) অপভ্রংশে। খোকা ( দ্রঃ । কোথের (কোলের ) ছেলে ] ছোট ছেলের স্নেহের নাম । অধিক আদরার্থে —খোকন, থোক । অনারে—থোন । স্ত্রী, খুকী, অধিক আদরে "পুকু", "খুকুন”। অনাদরে "পুর্নী” । গণ (ন) গ্রেঃ) গণনাথ, গণপতি, গণেশ, গণেন্দ্র সংক্ষেপে। আদরে "গনু গুণু" ; অনাদরে গণা, গণে ( গোলে ) । গদা, গদাই—গদাধর সংক্ষেপে । গবি, গৰু (গে) গোবিন্স, গবেঙ্গ সংক্ষেপে। আদরে "গনু অতি পরিচয়ে গবা, গৰী : অনাদরে গবে ( গো ) । গুই, গুয়ে গুইয়। ] [ হি–গুহিয়া ] পুং, মুতবৎসার পুত্রের নাম। এই নাম হেতু যম ছুইবে ন৷ এই বিশ্বাস । স্ত্রী, গুঙ্গ, গুয়ী । গুণেন (৭) গুণময়, গুণেন্দ্র, গুণালঙ্কার, গুণ। চরণ আদরে "গুণু । অনাদরে—"গুণে” । ২ । স্ত্রী, গুণমণি সংক্ষেপে, অনাদরে "গুণ" । গুরু—গুরুচরণ,—দাস,—নাপ,—পদ, —প্রসন্ন, —প্রসাদ,—শরণ সংক্ষেপে । অনাদরে “গুরো” । গোকুল (ল) [ দ্রঃ ]-কৃষ্ণ-চন্দ্র-প্রসাদ, —বিহারী সংক্ষেপে। অনাদরে "গোলো” । গোপ (প,)-গোপাল, গোপেল সংক্ষেপে। আদরে "গোপ’, ‘ গোপু" । অনাদরে— "গোপ লা", "গোপালে", "গোপে”। গোপী, গুপী-গোপীকৃষ্ণ, গোপীমোহন, সংক্ষেপে । অনাদরে—"গোপী”, “গুপে’ । স্ত্রী, গোপবালা সংক্ষেপে । গোপীচাদ ( () গোবিন্দচন্দ্র, সংক্ষেপে, গোবি চণ্য পরে গোপীচাদ । বাঙ্গালী রাজা । ইনি ১১ শতাব্দীর শেষ ভাগে দক্ষিণাত্যের রাজা রাজেন্দ্র চোলের হস্তে পরাজিত হন । )(\ర్చి গোবি, গোবিন্‌ [গবি দ্রঃ ] গোবিন্স হইতে ( গোবিন্দচন্দ্র গীতে ) ৷ গোবিচন্দ–গোপীচাদ প্রঃ। চণ্ডী (চোনডি) পুং, চণ্ডীকুমার-চরণ,—দাস, —প্রসাদ সংক্ষেপে । অনাদরে “চও” “চণ্ডে" ( চো ) । স্ত্রী, চণ্ডীদাসী সংক্ষেপে । চটেী-চট্টোপাধ্যায় সংক্ষেপে । চন্দর (চন্দোর ) চন্দ্র অপভ্রংশে কথ্য ভাষায়। প্র—রামচন্দর, কেষ্টচন্দর ইত্যাদি । অনাদরে —“চন্মুরে” । স্ত্রী, চন্দুরী। চন্দ্র [ গ্রহ অর্থে ]গগনচন্দ্র, চন্দ্রকান্ত, চন্দ্রনাথ, চন্দ্রশেখর, নবীনচন্দ্র, প্রভৃতি চন্দ্র-আদিক বা চন্দ্রান্ত নামের সংক্ষেপ । ২ । [ আহলাদক অর্থে ] নয়নচন্দ্র, রমেশচন্দ্র, পরাণচন্দ্র, ইত্যাদি নামের সংক্ষেপ। ৩ i { শ্রেষ্ঠ অর্থে ] বঙ্গচন্দ্র, ভারতচন্দ্র ইত্যাদি । চরণ ( চরোন) (পদ দ্রঃ অন্নদাচরণ, উমাচরণ, করালীচরণ, কামাখ্যাচরণ, কালীচরণ, কৃষ্ণচরণ, গঙ্গাচরণ, গুণদাচরণ, গুরুচরণ, গোসাইচরণ, গেীরচরণ, গৌরীচরণ, চণ্ডীচরণ, তারাচরণ, তারিণীচরণ, ত্রিপুরাচরণ, দীনেশচরণ (বিরল ) দুর্গাচরণ, দেবীচরণ, নিতাইচরণ, পাৰ্ব্বতীচরণ, বলাইচরণ (বিরল ), বামা .চরণ, বাসন্তীচরণ (বিরল), ভবানীচরণ, রাইচরণ, রাধা বা রাধিকাচরণ, রামচরণ, ষোড়শচরণ (বিরল), সত্যচরণ, সাধুচরণ সারদাচরণ, হরচরণ, হরিচরণ, নামের সংক্ষেপ । অবজ্ঞায়—চরণ, চর্ণি, চরুনে (চো)। চাদ () চন্দ্র অপভ্রংশে। প্র-চাদ সওদাগর। ২ । কালাচাদ, গোরাচাদ, রামচাদ, গ্র্যামচাদ প্রভূতি নামের সংক্ষেপার্থে শেষাংশ উল্লেখ করিয়া সম্বোধন ৷৷ ৩ ৷ স্ত্রীলোকের নাম অর্থে চন্দ্রমুখী, চন্দ্রাবলী ( হিন্দুনাম ), চাদরাণী, চাদবিবি ( মুসলমান নাম ), প্রভৃতির সংক্ষেপ, আদরার্থে চাদু, চাদ । অনাদরে "চাদী” । চারু [সুন্দর সুকুমার অর্থে]পুং, চারুচন্দ্র,—লাল ( বিরল ) সংক্ষেপে । অনাদরে "চেরো” । ২ । স্ত্রী, চারুবালা, চারশীল সংক্ষেপে । চিতু-চিত্তপ্রসাদ, চিত্তরঞ্জন চিত্তমূখ সংক্ষেপে অনাদরে "চিতে" । চুনি—চুনিলাল সংক্ষেপে। অনাদরে "চুনে”। ছকড়ি (কে) (কড়ি দ্রঃ} ৬ কড়িতে বেচ বলিয়া নাম। আদরে "ছকু", অবজ্ঞায় “ছৰূড়া" "ছোড়ে"। স্ত্রী, ছকী। অনাদরে "ছোকৃউী” ছবি (ছে) আ-সব্বিবু, “সবীহ বা সত্নী অপ ভ্রংশে। ২। [সং}হিঃনামেকিরণ বা শোভার্থে। ছিদ্দিকী-সিদ্দিকী (দ্রঃ) অপভ্রংশে । ছিরে—শ্ৰী হইতে ছিরি, অতিপরিচয় বা অবজ্ঞার্থে "ছিরে” । আদরার্থে "ছির"। ২ । “চিরায়ু অপভ্রংশে ছিরাই তাহা হইতে ছিরে। তিতু শ্ৰীমন্ত সওদাগরের ডাক নাম ছিল "ছিরা", “ছিরে” । ৩ । “শ্ৰীধর” সংক্ষেপে । জগ ( গো ) { জগৎ অর্থে ]—জগৎ-চন্দ্র, জগৎকিশোর, জগৎ-বিলাস জগন্নাথ, জগমোহন সংক্ষেপে | অাদরে জগু । অনাদরে জগ । স্ত্রী, জগমণি, জগমোহিনী, জগত্তারিণী । জট (জে ) জটিল আদরার্থে সংক্ষেপ। রাধিকার ননন্দা জটিলার শৈশবের ডাক নাম । ২ । জ্যোতীন্দ্র বা যতীন্দ্রনাথ আদরার্থে “যতী’, পরে "জটী” । অবজ্ঞায় “জটে" ॥ জয়নদি (নো) জয়ন (দ্রঃ) অপভ্রংশে। জয়নাল--"জুয়নঅল অৰু-দিন" অপভ্রংশে । জয়ন দ্রঃ । জাছ, যাদু (দ্রঃ) পুং, জাদুগোপাল, যাদবচন্দ্র, যাদবেন্দ্র, যাদবেশ সংক্ষেপে । অনাদরে— যেদো, যাদোব। স্ত্রী, জাদুমণি, জাদুবালা নামের সংক্ষেপ | অবজ্ঞার্থে, পুং--"জেদো” স্ত্রী, “জাদী’ । জিতেন (ন) জিতেন্দ্র সংক্ষেপে । আদরে "জিতু” । অনাদরে "জিতে” । জেহের (র) জুহিব্রু (দ্র:) অপভ্রংশে । জেনাব ( , ) জনাব (মহিমা, গৌরব, রাজশ্ৰী, majesty ) আলি সংক্ষেপে । জ্ঞান (গান) জ্ঞানচন্দ্ৰ-দাস, –মোহন, জ্ঞানদাচরণ, জ্ঞানদাপ্রসাদ ৷ ২ ৷ জ্ঞানেশ্রকুমার,–চন্দ্ৰ,-মোহন, সংক্ষেপে। অতিপরিচয়ে, জ্ঞানেন, আদরে "জ্ঞেনু” । অনাদরে জাল । ঝড় বড় হইতে। বড়ের সময় জাত বলিয়া । হিন্দু বা মুঃ গ্রা ডাক নাম । টুন, টুনা [টুনটুনি পার্থীর স্মরণে থৰ্ব্বাকৃতি লঘুকায় কষ্ঠার আদরের নায়। টেপা (ট্যাপী ) শিশু পুত্রের আদরের নাম। স্ত্রী, টেপী । - টেবী—টেবোগাল মেয়ের আদরের নাম । পুং, টেব৷ ( ট্যl ) ৷ তমিজদি—তমিজু, ( কেতা-মত, পিষ্ট -অদ দিন অপভ্রংশে । তারু-পুং, তারক ( তারকচন্দ্র, তারকনাথ প্রভৃতি), তাঁরণ (তারণচন্দ্র প্রভৃতি), তারানাথ তারাপদ, তারাপ্রসাদ প্রভূতি, তারিণীচরণ, তারিণীপ্রসাদ প্রভৃতি নামের সংক্ষেপ ৷ ২ ৷ স্ত্রী, তার ও তারিণী সংক্ষেপে, অবজ্ঞায় •ভারী” । তিতু-সং "তিক্তরাম" (স্থার মর ছেলের মাম) হইতে তিতুরাম নামের সংক্ষেপ | অবজ্ঞা বা অতিপরিচয়ে “তিতে” । স্ত্রী, তেতা ( সং— তিক্তা) । তুল—নিমাই।