পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওজি ওজিষ্ঠ ( ওজিৰ ঠে ) [ ওজস্ ( বল) +ইষ্ঠ ( অস্ত্যর্থে) অসূ লেপি ] বিণ. বলৰান। २ । cउअशै : cउखौग्नांन् । ७ । मौ४ । 8 । ওজোগুণবিশিষ্ট । ওজুক ( ) ( ওজ: দ্রঃ ] বি, শক্তি : 학작여 [ બાથ ] প্র--"প্ৰাণ লয়ে পলাইল গৌড়ের ভূহুৰ্ব্ব । এত তেজ এত বড় কে ধরে ওজুক ॥” —ঘনরাম | ওজুনাম [ আ—বৃজুহাৎ—ষ্ণ-নামা ] বি. মোকদ্দমার হেতুলিখনপত্র। ওজুহtৎ [ আ—বৃজুহাৎ কারণসমূহ "জুর বহুবচন । ফ্ৰা—বজে, জাহ,= কারণ : হেতু ] বি, কারণসমূহ : হেতুগুলি । ২। ওজর : আপত্তি। ফ্রি-বি. ওজুহাতে । ওব| [ উপাধ্যায় শব্দের অপভ্রংশ । মৈথিল শব্দ (As Res v. 66.) । বাঙ্গালায় ওঝার উচ্চারণ বিকার ‘রোজ' ] বি, ব্রাহ্মণের উপাধিবিশেষ ৷ ২ ৷ বৈদ্যনাথ মন্দিরের প্রধান পুরোহিত। ৩। বিধবৈদ্য : সৰ্প-বিষচিকিৎসক : সাপুড়ে । ৪ । ভূতগ্রস্তের চিকিৎসক : যাহারা ভূত নামায় ; ভূতুড়ে । প্র—“কেহ কহে মাই, ওঝা দে ঝাড়াই রাইয়েরে পেয়েছে ভূত।" —চণ্ডীদাস । ৫ । কুহকী ; মায়াবী : বাজীকর ৷ প্ৰ— 'রেতে করে মানুষ দিবসে করে অজা । রাণী বলে দূর কর হেন ছার ওঝা ॥” — ধনরাম । ওট (ট, ) ( ওষ্ঠ শব্দজ ] বি, ওষ্ঠ : উপরের ঠোট । প্র—“বাধুলী জিনিয়া রাঙ্গ ওটখানি হাস ।” —ভক্তিরত্নাকর। [ দঃ—রমিনারায়ণ বিদ্যারত্ব মহাশয়ের মতে ওট, অট্ট শব্দজ । ওটথানি হাস= অট্ট অট্ট হাস। কিন্তু বাধুলী পুষ্পের সহিত রাঙ্গা ওষ্ঠেরই তুলনা হইতেছে সুতরাং এখানে বর্ণই লক্ষ্য, শব্দ নহে । হাস=হাসে বা হাসা অর্থাৎ "হান্তময় ওষ্ঠ ] ওটকান— ক্রি, [ উদঘাটন শব্দজ ] তুলিয়৷ তুলিয়া গোজা ; অনুসন্ধান করা। ২ । [ হি ] ভেজাইয়া দেওয়া । ওটকিস্তি, ওটসাকিস্তি (ওটশাকিস্ত) বি, দাবী থেলায় প্রতিপক্ষের বল উঠিয়া কিছু - ধরিলে বা মারিলে যে কিস্তি পড়ে। ওটা [ ও+টা ( তুচ্ছার্থে, সামান্ত অর্থে ) ] স, ঐবস্তু। প্র-ওটা কি দেখা যাইতেছে। ২ । উক্ত বিষয় বা কথা বা ধারণ ; উহা । প্র—“সেই ত্রিতাপ ধ্বংসের জষ্ঠ নানা দর্শনের উৎপত্তি হয় । কেহ বলেন, তাপ কোথায়— ওটা একটা ভুল ; কেহ বলেন, তাপ ও শৈত্য ও দুটাই ভুল।” -मनाउनौ । S}oo, ওঠ ( , ) [ ওষ্ঠ শব্দের অপভ্রংশ বি, ওষ্ঠ । প্র—“বাধুলি জিনিয়া রাঙ্গ ওঠথানি হাসা।” - - ভক্তিরত্নাকর । ওঠবন্দী (ওঠ ৰোদি ) । উঠকী দ্রঃ ] ৰি, যে জমীতে স্থায়ী অধিকার নাই। প্রকৃত অধিকারী যখন উঠতে বলিৰে তখনই উঠিয়৷ যাইতে হইবে এমন বন্দোবস্তের জমি। ওঠা বন্দীজেণত— যে জমি যে বৎসর আবাদ না করিয়া পতিত রাখা হয় সে জমির সে বৎসর থাজনা দিতে হয় না, যে বৎসর আবাদ হয় সেই বৎসরেই খাজনা দিতে হয় এবং পতিত জমি জমিদার পর-বৎসরের জষ্ঠ নূতন বন্দোবস্ত করেন-ইহার নাম ওঠবর্ণীজোত । હઠેl–છે : । ওঠানো—উঠান দ্রঃ। ওড় (ড়, ) [ ওয়াড় শব্দের কুঞ্চিতাকার ] বি, ওয়াড় ; লেপ বালিসের আবরণ । ওড়-আড় (ড় ) [ হিনীর অনুকরণে । হি—ওতআত দঃ ] বি, আড়াল বিড়াল : গলিধুঞ্জি ; ধাতর্ঘোত । &l“ওড় আড় বুঝিয়া সন্ধানে পাতে জলি” —ঘলরাম | ওড়ন (ওড়েনি) উড়ন দ্রঃ । ওড়নধষ্ঠী ( ওড়োন্‌ষোষ,টি) [ ওড়ন (হি— ওঢ়না =অঙ্গ আবৃত করা । এই পৰ্ব্ব ঘটিত ) —ষষ্ঠ (তিথিবিশেষ, অগ্রহায়ণ শুক্লষষ্ঠ ] বি, স্ত্রী, অগ্রহায়ণমাসের শুক্লাষষ্ঠী। এই ধষ্ঠা হই৩েই জগন্নাথদেব শীতবস্ত্র ব্যবহার করেন । প্র—“যাত্র আসি কাছিল ওড়নষষ্ঠী নাম” ৷ —চৈ-ভা । ওড়না (ড় ) [ আবরণ শব্দজ। হি— ওঢ়নী বা ওঢ়নী = স্ত্রীলোকের ব্যবহৃত চাদর } বি, স্ত্রীলোকের অঙ্গাবরণবিশেষ ; চাদর : নিচোল । প্র- “বাতাস বেয়ে ওড়না গেল উড়ে -전에 ওড়পুষ্প (ওড়পুৰুপে ) 1সং] কি জবা ফুল। প্র—“ওড়পুপওঘ জিনি ওষ্ঠের ওজস্”। —ভারতচন্দ্র । ওড়ব ( ) বি. রাগবিশেষ। যে সকল রাগ পাঁচটা স্বরে সম্যক্ প্রকার প্রকাশ পায়, তাহার নাম ওড়ৰ । ওড়া [ ওড় দ্রঃ । হি–ওড়া। প্রাদে– উড়া=ট্রুকরি ( শ্ৰীহট্ট ) ] বি, বেত্ৰাদিনির্মিত বোঝা লইবার পাত্র ; বড় ঝুড়ি ; কাকা। প্র—“ওড়া ভরি মৎস্ত লৰ কৈ আর উৎপল’ —কৃত্তিবাস । ক্রি, উড়া : উডডয়ন করা ৷ ২ ৷ ৰয়সের অধিক বা অবস্থার অতিক্রম করিয়| আচরণ করা । ७क्लिक, ७ऊँी-क्,ि ढो, छघ्नौषन ; नौवांब ।। \SS ওড়িশা [ ওড় শব্দজ ] ৰি, উৎকল দেশ। প্রা-বাং—ওড়স্তা । প্র—“ওড়স্তার ইন্দ্রস্থায়” —চৈতষ্ঠ মঙ্গল । [এ পর্য্যপ্ত বাঙ্গালায় উড়িষ্যা শব্দের বহুল প্রচার ছিল। অধুনা ইহা পরিত্যক্ত হইতেছে ] ! ওড় (ওড়ড, ) বি, পুং, উৎকল দেশ ; ওড়িশা। ২। জবাফুলের গাছ। ৩। ক্লী, ওড়পুষ্প : জবাফুল । - ওঢ়ন (ন) { প্রাকৃ—ওড়ান ( আবরণ ) ] বি, অঙ্গাবৃত করণ । ওঢ়ন, ওঢ়নি, ওঢ়নী ! আবরণ হইতে প্রাকৃত ওড়ঢ়ন শব্দজ। হি–ওঢ়না.–নী (ব্ৰজ, প্রা-বাং)। ওড়না দ্রঃ ] বি, স্ত্রীলোকদিগের হুগ গাত্রবস্ত্র : পাতলা চাদর : নিচোল । প্র—“শীতের ওঢ়নী পিয়া গিরিধীর বা । বরিষার ছত্র পিয় দরিয়ার ন! ॥”--বি, প । “চল সখি নীল ওঢ়নি লেহ অঙ্গে ।” — গীতগোবিন্দ ( গিরিধর ) । ওঢ়নে । হি—ওঁনেকে, ওঢ়নে=ওটিতে অঙ্গবৃত করিতে ] ক্রি-বিণ, অঙ্গ আবৃত করিবার জন্য : গায়ে দিবার জন্ত । &l“বসন কাড়িয়া লবে, নানাবিধ দুঃপ দিবে, দিবে তারে খোসলা ওঢ়নে ॥" —কবিক । ওত { আ—বে ( বস্ত্রাদি বয়ন করা ) +৩ (কৰ্ম্মে-ক্ত) : বে=উ, আ + উ =ও । যাহা বোনা যায় । প্রেতি দ্র: ওতপ্রেতি সহচর শব্দদ্বয় ] বিণ, অন্তর্ব্যাপ্ত ৷ ২ ৷ বি. ক্লী, বস্ত্রের দীর্ঘ তন্তু বা সুতা : টানা ; warp. ৩ । [ ভাবে, ক্ত ] কাপড়ে স্থত বিস্তার করা । ওত (ত ) [ ওতু (বিড়াল ) প্রকৃতি হইতে— ওভুৰৎ ] বি, আড়ালি। প্ৰ—ওত পাত । ২ । প্রতীক্ষ । প্র—ওত করিয়া থাকা । ওতআ ত (ওত আত, ) হিঃ বি. অন্ধিসন্ধি ; ঘাতকোত । প্র—"প্রতাপে সহর গড় বেড়িল ভূপাল । ওতআত সন্ধান বুঝিরা এড়ে জাল।” —ঘনরাম । ওতপাত ( ওত, ) ( ওতু(বিড়াল )ৰৎ হাত পায়ের তলা পাতিয় তাহার উপর ভর দিরা সঙ্কুচিত দেহে থাকার ভাব ] ক্রি, অপেক্ষ করিয়া থাকা : সন্ধান ৰ সুবিধামত হেঁট হুইয়া আক্রমণ করিবার জষ্ঠ বসিয়া থাকা । "হেঁট ঢাল পেতে ওতে খুচে মারে খোচা ।” -Ճթaի ২ । গুড়ি মারা । প্র—“ওত পেতে গে ভিড়ে নিছি বুড়ে আঙ্গুলটা ছিড়ে।” —ম্যাবেথ। ওতপ্রোত ( ওত:প্রেতি ) [ ওত (টনি ) + প্রোত (পোড়েন ) গ্ৰন্থ-সমাস ] বিণ, অন্তব্যাপ্ত ; পরিব্যাপ্ত ; সৰ্ব্বত্রব্যাপ্ত ।