পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्षछि খল্লিকা খেল-ক (স্বার্থে) স্ত্রী-আপ, ই ( আগম ) ] বি, স্ত্রী, পিটে-ভাজার গোলা ; মুচিখোলা । थल्लिप्ले, थल्लौछे ( ) [ग१] विन, पाशब মাথায় টাক পড়িয়াছে। খশ, খস (৭) বি, পুং, দেশবিশেষ। ২। খশ দেশের অধিবাসী। স্ত্রী, খশা—মুরানামক গন্ধ দ্রব্য। ২ ৷ কণ্ঠপপত্নী ; দক্ষরাজার কস্তা । খস (খোশ, ) { খ (শরীরাংশ, ইন্দ্রিয় ) সে (অবশ বা অবসন্ন করা )+অ ( কৰ্ত্ত—ড ) ] বি, পুং, চুলকনা, পাচড়া। ২ । (গণ) স্বনামখ্যাত থস জাতি। ৩। [পা—খস্] খসখসনামক তৃণ । ৪ । [ শব্দাত্মক ] শুষ্ক ঘাস, নুতন বস্ত্র প্রভৃতির ঘর্ষণ শব্দ ; স্থটালিকা প্রভূতির অংশ ( ইষ্টক প্ল্যাসটার প্রভৃতি ) খুলিয়া বা খসিয়া পডিবার শব্দ। প্র— কাৰ্ণিশ হইতে খানিকটা বালির চাঙ্গড় থস করিয়া খুলিয়া পড়িল। ৫ । বিণ, তীক্ষস্পর্শ ; খরখরে । [ দ্রঃ—শুষ্ক কঠিন বস্তুর টুকরা খস করিয়া খুলিয় পড়ে কিন্তু কোমল ও সজল বস্থর অংশ যেমন কাদার তালপস করিয়া পড়ে ] । খসই [ ব্রজ ] বি, খসা দ্রঃ। খসখস (থশখশ, ) শব্দাত্মক) অ, শুষ্ক বস্থা দির ঘর্ষণ-শব্দ-বোধক ৷ ২ ৷ শুষ্ক ঘাস বা পাতার মধ্যে চলাফেরার শব্দ । ক্রি, খসথসান ( নো ) খসখস করা । বি, থসখসানি, বিণ, খসখসিয়া । খসখস (খশ খণ, ) { হি ] বি, বেণার মূল : খসতূণ । খসখসের টাটি-গ্রীষ্মের রৌদ্র ও তীব্র আলোক নিবারক বেণার মূলে আচ্ছাদিত আগডুবিশেষ। উহা জলে ভিজাইলে সুগন্ধ বিস্তার করে ও স্নিগ্ধকর হয়। খসখসানি ( থশখশানি) বি, শুষ্ক বস্থাদির ঘর্ষণজাত শব্দ। প্র—"বারাণসীর খসখসানি মহা ধুমে"-হেম বন্যে । খসখসিয়া, খসখসে (খশ থোশিআ, খশ, খোশে ) বিণ, অমসৃণ ; কৰ্কশ । ২। শুষ্ক । ৩। শুষ্ক তৃণ, পত্রাণির ঘর্ষণজাত শব্দকারী বা শব্দযুক্ত । খসড়া (খশড়া ) [ আ—থসূরা ] বি, পাণ্ডু, লিপি ; পাণ্ডুলেখ্য ; অসংস্কৃত লেখ্য : মুসাfol; rough drast. R offiétāq of ata মোটামুটি হিসাব । ৩। জমির পরিমাণ ও প্রজার নামধাম যে কাগজে লিখিত হয়। ৪ । গ্রাম জরিপ করিবার সময় যে সুচীপত্র প্রস্তুত হয়। এ । যে পত্রে বা বহিতে দৈনিক ক্রয় বিক্রয় উপস্থিতমত লিখিত হয় ; দৈনিক হিসাব লেখার খাতা; খসড়া বহি । 8&d খসত [ ব্রজ । খসা ত্রঃ ] ক্রি, খসিয়া যায়। ২। ৰিণ, স্থলিত। প্র—"রোয়ত হসত খসত মণি যোজত পন্থহি নয়ন পসারি।”—জ্ঞানদাস । খসম ( থশম্ )[ আ—খৃসম্] ৰি, স্বামী ; পতি। প্র—“আর দেখ নারীর খসম মরি যায় । নিকা নাহি দিয়া রাড় করি রাপে তায় ॥”—অন্নদ মঙ্গল । খসয়ে [ ব্রজ ] পসা দ্রঃ । খসল [ব্ৰজ ] ক্রি, প্রস। দ্রঃ । খস1(খশ) [সং—খল্‌ (খলনে) । হি—থস্না। প্র-পু—খসে। অসক্রি, খসিতে ; গসিয়া, খসি ( পদ্যে ), খসে ( থো ) । ণিজন্ত—পসান ] ক্রি, খসিয়া যাওয়া ; খুলিয়া যাওয়া ; ভগ্ন হইয় পড়া ; ধস । প্র—ছাদের টালি খসিয়া পড়িয়াছে। ২। নির্গত হওয়া ; বাহির হওয়া । প্র—মুখ হইতে কথা থসা । ৩। সরিয়া পড়া । প্র—দল হইতে একজন লোক থসিল ৷ ৪ ৷ করা। প্ৰ—“খসি খসি পড়ু লোর।”—কবি C || 4 || 에35 : 진 간平| || 3তাহার টেক হইতে একট পয়সাও থসে না । খসাওল [ ব্রজ ] খসাইল ; খুলিল। প্র— “নীবিবন্ধ থসাওল কান ৷”—বি, প। খসই —খসিয়া পড়ে ; ঝরে । প্র—“দশনক জ্যোতি মতি নাহি সমতুল হসইতে থসই মণি জানি।” –গোবিন্দ দাস খসল— খসিল। প্র—“খসল কুসুম কেশ দুহু অতি ভোর ”—জ্ঞানদাস । খসয়ে—থসে । প্র—“শুনইত মধুর মুরলীরব থোর খসয়ে কাখের কুস্ত নীবি নিচের ॥”—জ্ঞানদাস। গা খসা, পেট খসা—গর্ভস্রাব ; অসময়ে অপুণ্ঠদেহ বা অগঠিত-দেহ মৃত সপ্তান প্রস্তুত श्७ग्न] । o -খসান ( খশানো ) { হি–থসানা খসা দ্রঃ । উ-পু—খসাই। ম-পু~~থসাও ; থসান খস । প্র-পু—খসায় ; থসান। অসক্রি, খসাইতে । , খসিয়ে ] ক্রি, খুলিয়া ফেলা। প্র— “বসি থাকি থাকি, উঠয়ে চমকি : ভূষণ থসায়ে পরে।”—চওঁীদাস ৷ ২ ৷ ভগ্ন করা । প্র—“মধ্যখানে থানিক থসায়ে দিল চাল ।” —শিবায়ন। ৩ । সরান : পৃথক করা । ৪ । ব্যয় করান ; খরচ করান। প্র—সে কুপণের একট পয়সা খসান ভার । ৫ । বাহির করা ; ব্যক্ত করা । প্র—“যা হয় একটা মুথের কথাই খসাও”—প্রফুল্ল । খস্বস্তিক (খশশো তিক্) বি, মস্তক্ষোপরি কল্পিত নভোবিন্দু ; ooj; zenith. খাআ { খাওয়া দ্রঃ । হি—থানা। উ-পু—খাই । ম-পু—থাও ( হি—খাও ) । প্র-পু~থায় । অস-ক্রি, খাইতে ; পাইয়া, থেয়ে। ণিজন্ত, খাআন, খাওয়ান] ক্রি, ভোজন কম্বা ; আহার ee করা । ২ । গ্রা] প্ৰাণ লওয়া ; মারিয়া ৰেলা । প্র—ওকে থা তাহলেই আপদ চুকে যায়। ৩। প্রাপ্ত হওয়া। প্র—ভয় খায় । ৪ । ভোগ করা ; সহ কর । প্র—“আর রাস্তায় দাড়াইয়া হিম থাইতে পারি না”—আলাল । খাই থাত শব্দজ ] বি, গৰ্ত্ত ; খাত ; গভীরতা। ২। পরিখা ; গড়পাই। প্র—“চতুর্দিকে কৈল থাই সমুদ্রসমান"-কাণী—মহা—আদি । ৩। লাগ স্বত্র ; সন্ধান। প্র—“শব্দ বুঝাইতে যাই অর্থের না পাই খাই”—অশোকগুচ্ছ । ৪ । স্বত্রের ছিন্নমুখ ; সুত্রের অবধি। প্র— সুতার পাই হারাইয়া গিয়াছে। ৫। আকাঙ্ক্ষা ; অভিলাষ । খাইখাই—একান্ত খাবার অভিলাষ লোভ । প্র—কিছুতেই ত থাই থাই কমে না ? ২। পাই এইরূপ শব্দ । খাইখালাসী—বি, জনীর উপস্বত্ব হইতে ঋণপরিশোধের সর্তবিশিষ্ট । খাইদ, খাদ ( ) (প্রাদে বি, কাইট ঃ মলা। ২ । পাইন । খাদ দ্রঃ । খাইল, খাল, খালি (ল) { সং—থাত ] বি, কৃত্রিম নদী ঃ নহয় ; থাত । খালকাটিয়া কুমীর আনা—স্বহস্তে বিপদ বা শক্ৰ আসিবার পথ করিয়া দেওয়া ; নিজে পপ করিয়া শক্রকে ডাকিয়া আন । খাইল, খাল (ল ) { সং—খল্প=চর্ক্স] ৰি, চামড়া। খাইল ধরা-পেশীর সঙ্কোচ ও রক্ত চলাচল বন্ধ হইয়া যন্ত্রণ হওয়া ; হাতে পায়ের আক্ষেপ হওয়া ; খিল ধরা । খাওন (ন) [ খাদন শব্দজ ] কি আহার ; ম্ভক্ষণ । খাওনিয়া গ্রা—খাউনে] বিণ, ভোজন-পটু ; খাইরে। ২। ভোজনকারী। স্ত্রী, খাউনী । খাওয়া ( পা দ্র: ] ক্রি, ভক্ষণ করা । ২ । প্রাপ্ত হওয়৷ ৷ প্ৰ—ভয় খাওয়া । বকুনি খাওয়া : মার খাওয়া । ৩। বি, ভক্ষণ ৷ প্ৰ— তাহার খাওয়া হইয়াছে । ৪ । ভোগ করা । প্র—হিম খাওয়া । ৫ । বিণ, ভক্ষিত [ গ্রাম্য --থেও ] | খাওয়াইয়া ( হি—থবাইয় ; থাইয়ে ] ৰিণ, ভোজনপটু ; থাইয়ে ৷ ২ ৷ অসক্রি, আহার করাইয়া । - খাওয়া দাওয়া [ খাওয়া +দাওয়া ( দান )-- প্রা-বাং—“খাবাদিবা”র ব্যবহার দৃষ্ট হয় ] ক্রি, খাওয়া ও খাদ্য দান করা ; ভক্ষণ করা ও ভোজন করান। ২ । আহারাদি করা । প্র— "একদিন থেয়ে দেয়ে"–চন্দন । "রান্ধা বাড়া থাবা দিবা করে নিরস্তর "—শিবায়ন । খাওয়ান (নে) [ থানা শব্দজ । থাআ দ্রঃ বি, আহার করান ; ভোজন করান ।