পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভজ ভজমান (ন) [ভজ (সেবায়, বিভাগে)+আন ( কত্ত্ব ) ] বিণ, বিভাজক। ২। উপাসনারত । ভজা | সং–ভজ, ধাতুজ; ডীপু-ভজি । ম-পু-ভজ ; ভজুন ( ভো ) : ভজ, । প্র-পু —ভজে ভজেন অস-ক্রি—ভজিতে : ভজিয়| ভজি : ভঞ্জে ( ভোজে ) । ণিজন্ত —ভজান ] ক্রি, উপাসনা কর৷ ২ ৷ বিণ, যে ভজে ; ভজনাকারী প্র—কৰ্ত্তা-ভজা । ৩। বি, ভজহরি শব্দের অতিপরিচয়ার্থক বা তুচ্ছার্থক সংক্ষেপ। প্র—“কোথা গেল ভাই ভজা, হিন্দুধৰ্ম্মধ্বজা”—রবি । ভজন ( নে) [ ভঙ্গ ধাতুর ণিজন্তরূপ। উ-পু ভজাই । ম-পু—ভজাও ; ভজন : ভজা । প্র-পু-ভজায় ; ভজান। অসক্ৰি—ভজাইতে ভজাইয়া ; ভজিয়ে ] ক্রি, ভজনা করান। ২ । প্রমাণ দ্বারা প্রতিপন্ন করা , সত্যতা প্রমাণ করান। ৩ । পরামর্শ দিয়া স্বমতে আনয়ন করা বা রাজী করা । ভজ্যমান (ভোজ্জোমান) ভেজ,+আন(কৰ্ম্মে) য, ম আগম ] বিণ, সেব্যমান । ২ । যাহা ভাগ করা যায় । ভঞ্যিা ( ভৈ বা ) { মহিষ—প্রা-বাং-য়— ভইষ–ভঞিধ+আ তুচ্ছার্থে) ] বি, মহিষ । প্র—“কোলের কুমার তার গাই ভঞিধ আর” —কৰিশেখর। ভঞ্জন (ভনঞ্জন) [ ভন্‌জ ( ভগ্ন করা )+অন (ভীৰে—অনট) ] ৰি, ক্লী, নিরসন ; দূরকরণ। প্র—"ভাবে বিপদভঞ্জন হবে বিপদ ভঞ্জন" —দাশরথি । বিণ, ভঞ্জক । ভঞ্জা [ ভঞ্জ, (ভগ্ন করা ) ধাতুজ। উ-পু— ভঞ্জি । ম-পু—ভঞ্জ। প্র-পু—ভঞ্জে। অসক্রি—ভঞ্জিতে ; ভঞ্জিয়া, ভঞ্জি । ণিজন্ত— ভঞ্জনি ] ক্রি, ভঞ্জন করা : ভঙ্গ করা ; ভাঙ্গ । ২ । যুচান ; দূর করা। প্র—"লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে”—মেধনাদ । ভট ( টু ) { ভটু (পোষণে )+অ ( কর্তৃ) ] বি, পুং, শূৰ্ব : বীর। ২ । রণকুশল ; যোদ্ধা । ৩। বর্ণসঙ্কর জাতিবিশেষ। ৪ । স্লেচ্ছবিশেষ । ৫ । নীচ । স্ত্রী, ভটা— ইন্দ্রব রুণী । ভট্ট (ভট্ট ) [ ভটু (কথনে)+অচ (কর্তৃ) ] বি, পুং, বংশচরিত কীৰ্ত্তণকারী ; ভাট ; স্থতিপাঠক । ২। একখানি বেদ যিনি আদ্যস্ত কণ্ঠস্থ করিয়াছেন এরূপ ব্রাহ্মণ । ৩ । পণ্ডিত ; অধ্যাপক । ৪ । দর্শন শাস্ত্রৰিং ৷ ৫ ৷ ব্ৰাহ্মণের উপাধিবিশেষ ; ভট্টচাৰ্য্য । ভট্টনারায়ণ (ন) ৰি, পুং, বঙ্গের আদিশূরের যজ্ঞ সম্পাদনার্থ কান্তকুজ হইতে আনীত পঞ্চ ব্রাহ্মণের অন্ততম। ইনি বেণীসংহার নামক প্রখ্যাত সংস্কৃত নাটকের রচয়িত । × ა\\)ხ• ভট্টাচাৰ্য্য [ ভট্ট ( তুতাতভট্ট )+আচাধা ( উদয়নাচায্য ) ] বি, পুং, দর্শনশাস্ত্রবিং পণ্ডিত । ২। অধ্যাপক । ৩। তুতাত ভটের মীমাংস ও উদয়নাচায্যের স্যায়সংগ্রন্থে বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছেন এরূপ ব্রাহ্মণ। ভট্টারক (ভট্টারক্) সিং বি, পুং, খৰি ; মুনি । ২ । পণ্ডিত। ৩ । [সংস্কৃত নাটকাদিতে] রাজা । ৪ স্বৰ্য্য । ৫ । দেবতা ৷ ৬ ৷ বিণ, মাননীয়। স্ত্রী, ভট্টারিকা। ভট্টারকবার -ब्रविदांब्र । ভট্টি ( ভোট্ট ) বি, পুং, ভল্গুহরি (মতান্তরে শ্ৰীধর স্বামীর পুত্র ভাট) প্রণীত রামচরিত গ্রন্থ। ভট্টিনী ( ভোট্টনী) { ভট্ট (স্বামিত্ব )+ইন। ( অস্ত্যর্থে ) স্ত্রী, ঈপ, ] ৰি, স্ত্রী, ব্রাহ্মণী ২ । [সং ] নাটকের অকৃতাভিষেক রাজী। ভট্টভট্ট (সং—ভটু ( ভরণে) শূন্ত কুন্তাদিতে জল ভরণের কালে বায়ু বহির্গমনের শব্দ । বু দাদি ফুটিয়া বায়ু বাহির হইবার শব্দ বি, অনুকার শব্দ। পাঁকে কিছু ডুবিবার কালে তাহার বুৎ স্ফুটন শব্দ। বিণ. ভটভটানি। ভড় (ড় ) [ ভার হইতে। তুল-ভরা= নৌকা ] বি, হাতী পারাপার, তোপ বহন প্রভৃতি ভারি ভারি জিনিষ জলপথে লইয়া যাইবার বড় নৌকা ; ভরা। প্র—“ভড়ের উপর কয়েকজন নবাবের সিপাহী পাহার দিতেছে।”–চন্দ্রশেখর । ২। বি, পুং, বর্ণসঙ্কর জাতিবিশেষ । ভড়ং, ভড়ঙ—বি, প্রাচীনকালের সামরিক বাদ্যযন্ত্রবিশেষ । দূরবীক্ষণ যন্ত্রের ষ্ঠায় ইহার একটা নলের মধ্যে আর একটি নল স্তবকে স্তবকে সজ্জিত থাকে বাজাইবার সময় বড় । করিয়া লইতে হয় ; ভোরঙ্গ। ২। ভড়ক দ্রঃ। उफुक, उफु९ [ बश्बित्र श्रठ ] दि, दाश्र । আড়ম্বর । ভড়কদার, ভড়কাল— বিণ, জমকাল ; জাকজমকবিশিষ্ট : চটকদার। ভড়কান (নো ) { ভড়ক ( ভয় )+আম। উ-পু-ভড়কাই। ম-পু—ভড়কাও। প্র-পু —ভড়কায় । অস-ক্রি—ভড়কাইতে ; ভড়কাইয়া ; ভড়কে ( ভোড়কে )] ক্রি, ভীত হওয়া । ২। জল সংযোগে চূর্ণ প্রস্তর গলান। ভড় ভড় শব্দাত্মক ; ভটভট দ্রঃ । শব্দাধিক্যে ট স্থানে ড় ] বি, অমুকার শব্দ। প্র-পাক ভড়ভড় করে। ২। কোন পচা জিনিস টিপিলে যে শব্দ হয়। ক্রি, ভড় ভড়ান। বি ভড়ভড়ান। ভণী ( না ) { সং—ভ৭ (কখনে) ধাতুজ। উ-পু—ভণি । ম-পু—ভ৭ । প্র-পু—ভণে । ভণয়ে ক্রি, বলা ; কহ । প্র—“দেখিয়া বীরের उछा পুর, সন্দেহ হইল দূর, ভাড় দত্ত সব সত্য ভণে” --কবিক । “ভণয়ে বিদ্যাপতি”–বি, প। বিণ, ভণিত—রচিত। ২। বি, কথিত। ভণিতি। ভণিতা [ ভণা দ্র: / বি, পদ্যে কবি বা পদ কৰ্ত্তার নামোল্লেথ ৷ ২ ৷ ভাষণ : কথা । ভণ্ড [ভনড় (ভাড়াম করা)+অ (কর্তৃ—অচ) বি, পুং, শঠ। ২ । অভিনেতা ; নট। ও । ভাড় ; মস্করাবাজ। ৪ । কৃত্রিম ; ছদ্ম । বি, ভণ্ডত, ভগুত্ব-ভণ্ডামি। ভণ্ডতপস্বী —বি, পুং, তাপসবেশী শঠ ; ছদ্ম তপস্বী ; ভক্তবিটেল । স্ত্রী, ভণ্ডতপস্বিনী। ভণ্ডান ( নো ) [ ভও দ্রঃ । উ-পু-ভণ্ডি । মপু—ভও । প্র-পু—ভণ্ডে । অসক্রি— ভণ্ডিতে ; ওণ্ডিয়া, ভণ্ডি ] ক্রি, প্রবঞ্চন করা ; ভাড়ান। প্র—"নিঠুর বচন বলে কোটাল”—কবিক। বি, ভগুন। ভণ্ডাম, ভণ্ডামি [ ভও+আম, আমি ( ভাবে ) ] বি, ভাড়ামি ; শঠতা । ভণ্ডুর, ভণ্ডুল (ভোন্ডুর লু) সং—ভন্ড, ( প্রতারণা করা ) ধাতু হইতে ফল সম্বন্ধে প্রতারিত করা অথবা পগু হইতে । র=ল ] বিণ, পও ; ব্যর্থ ; নিষ্ফল। প্র—“যদি সমস্তই उठूल श्ब्रां याग्न ।”-क्-ि# । ना-१-*, ১৩•৫। "বিলম্ব হইলে সকল কৰ্ম্ম ভঙুল হইতে পারে”—টেকচাদ । ভদ্র (ভদ্ৰ ) (সং । বৈদিক নিরুক্তে ভদ্র অর্থে —গৃহ, প্রজ, পশু, বিত্ত প্রভৃতি সমস্ত । “ভদ্র: শিবে খঞ্জরীটে বৃষে মেরুকদম্বকে । করিজাতিবিশেষে না রীবং মঙ্গল মুস্তয়োঃ । কাঞ্চনে চ প্রিয়াং রাস্বাকৃষ্ণাব্যোমনদীঘু চ | তিথি ভেদে প্রসারিণ্যাং কট্‌ফলানন্তয়োরপি। ত্ৰিষু শ্রেষ্ঠে চ সাধে চ ন পুংসি করণান্তরে”— মেদিনী ] বি, পুং, মহাদেব । ২ । বলরাম ; বলভদ্র । ৩। রামামুচরবিশেষ i ৪ । দিগগজবিশেষ । ৫ খঞ্জন পার্থী ৷ ৬ ৷ প্রীকৃষ্ণের লীলাকানন ; বৃন্দাবনস্থিত ভদ্রবন। ৭ । [ উক্ষণ ভদ্রো বলীবর্দ ঋষভে বৃষভো বৃষ: ॥"-অমর ] বৃষভ ; যাড় । ৮ । [ সম্বোধনে ] ভদ্র সস্তান ; সাধু । ৯ । সৌভাগ্য। ১• । শুভ ; মঙ্গল । ১১ ৷ [ তুল-ফু-বেহু তবু ; ইং—letter ] ভাল ; উত্তম । ১২। জাতীয় পদবীবিশেষ । ১৩ । [ আয়ুৰ্ব্বেদে ] সুবর্ণ। (২) লৌহ । ( ৩ ) নীলপদ্ম । ( a ) চন্দন ৷ ( e ) কদম্ব । (৬) স্ন ইৗগাছ । ( ) মুস্তক । (৮) নাগরমুখ । (৯) ইন্দ্রযব। ( ১• ) দেবদার । ( ১১ ) সরল দেবদার । ১৪ | বি৭, সাধু। ১৫ । হিতকর ; মঙ্গলদায়ক। ১৬। প্রধান : শ্রেষ্ঠ । ভদ্রব্যবহার— বি,সদাচরণ। ভদ্রমুখ-বিপ, প্রসন্নমূৰ্ত্তি ।