পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাথা কর । ২ । মস্তকে হস্তামধণ করা । মাথা খুলি—করোটি ; খর্পর । মাথার ঘী —মস্তিষ্ক। মাথার ঝিকুর নড়া— মস্তিষ্ক আন্দোলিত হওয়া : ঝিকুর দ্রঃ মাথার ঠাকুর—পূজ্য : শ্রদ্ধেয় ; ভক্তি ভাজন । প্র—"সে যে ছিল সকলের মাথা: ?ाकूब "-कलौ । भांथांद्र ठेिक न থাকা-মস্তিষ্ক বিকৃত হওয়া ; বুদ্ধি স্থির না থাকা । মাথার দিব্য—শপথ। মাথার রোগ-শিরঃপীড়া ; মাথা ঘুরা রোগ কাচা মাথা—জীবন্ত লোকের মন্তক। ২ শিশু মন্তক। ভাল মাথা—তীক বুদ্ধি স্বল্প মস্তিষ্ক। মোটা মাথা—স্থল বুদ্ধি। কার ঘাড়ে দুটো মাথা-দুটা মস্তক কাহার নাই যে একটা বিচ্ছিন্ন হইলে আর একটা জীবন রক্ষা করিৰে। চৌমাথা— চতুষ্পথের কেন্দ্রস্থান । মাথাল (মাথালো ) (মাথা +ল (স্বরূপার্থে) বিণ, প্রধান : শ্রেষ্ঠ । মার্থী (মথস্থিত হইতে] ৰি, তাল থর্জরাদি বৃক্ষশীর্ষস্থ কোমল শস্ত : মেধী । মাথুর ( ) (মথুরা + অ (সম্বন্ধে অণ, ) ] বিণ, মথুরা সংক্রান্ত ৷ ২ ৷ যজ্ঞে নিমন্ত্রণচ্ছলে কংস কর্তৃক নিমন্ত্রিত হইয়া কৃষ্ণের বৃন্দাবন হইতে মথুরা গমন, তথায় কংস বধ, কারাগার হইতে দেবকীর বন্ধন মোচন, কুঞ্জা মালিনীর সহিত মিলন প্রভৃতি লীলাবিষয়ক গীত ও গীতি কাব্য। প্র—“পূর্ব রঙ্গ রসোদগার মাধুর বিরহ আর হরিভক্তি যাহাঁতে প্রকাশ ”—অ-ম। ৩ । [উৎপন্নার্থে ( অণ, ) ] মথুরাজাত । ৪ । মথুরা। প্র— "হাম নাহি মাধুর করব পয়াণ ।”—ধি, প। "ধেনু ধাৰই মাথুর মুখে।”—ঐ মাদক (ক) [ ম +শিচ,=মাদি (মত্ত হওয়া ) +অক (কর্তৃ) ] বি, মত্ততাজনক দ্রব্য : নেশার জিনিস ৷ ২ ৷ বিণ, মত্ততাকর ; মত্ততাজনক। বি, মাদকতা। মাদকসেবী—নেশাথোর। মাদন (ন) [ ম{*ণিচ,=মাদি (মত্ত হওয়া) +অন ( কৰ্ত্ত, অনই ) ] ধি৭, মত্ততাজনক ; হধোৎপাদক। ২ । বি, মদনের পঞ্চবাণের অন্ততম ; কামোন্মাদজনক ফুলশর। প্র— “মদন বৈসে বামনয়নে মাদন বৈসে দক্ষিণকোণে ।”—চণ্ডীদাস । ৩। লবঙ্গ । মাদল ( ল) [ মৰ্দ্দল শব্দজ ] বি, মৃদঙ্গবিশেষ । মাদা, মাদি (সং–মাতা (মাতৃজাতি অর্থে) —প্রাকৃ—মদ (স্বচ্ছকটিক)। ভুল-ফ —মাদাহ ] বি, স্ত্রীজাতীয়। ২। খাড়ী। ১২২০ মাদার ( র) { সং—মন্দার ] বি, কণ্টক বৃক্ষবিশেষ ৷ ২ ৷ ভার। প্র—অষ্ঠের উপর মাদার দিয়া বসিয়া থাকা । মাদুর ( ) [ মুস্ত (মুখাতৃণ ) হইতে মুথা— মুখার—মাথুর—মাদুর-মাজুর ] বি, পাটের স্বতায় বোনা মাদুর কাটি নামক মুখ জাতীয় শুষ্ক ঘাসের আসনবিশেষ । মাদুলি, মাদুলী মাদল আকৃতি বলিয়৷ এই নাম। ই, ঈ ক্ষুদ্রার্থে ] বি, কবচ ; ইহা তাম্রাদি ধাতুতে নির্মিত হয়। মাগুলির ভিতর ভেষজ রাখিয়া বা মন্ত্রাদি ভূৰ্জপত্রাদিতে লিখিয় তাহাতে বন্ধ করিয়া অঙ্গে ধারণ করিতে হয়। ২। স্বর্ণনির্মিত কণ্ঠভূষণবিশেষ । মাদৃক (মাৰি ) (জন্মং-শি (দেখা)+ ক্ষিপ ( কৰ্ম্মে) যাহাকে আমার মৃত দেখা যায়। মধ্য-বাং । আধু:বাংল্প অগ্র ] বিণ. মৎসদৃশ ; আমার মত। মাদৃশ [ अभ९-मूण (cमथ)+ञ (कर्दू) টক্ । মধ্য-বাং । অধু:বিরল) বিণ. আমার মত ; মৎসদৃশ । মাদ্রাসা [ আ—মদারিস। ফ্রা-মদূরস । হি—মদর্দ ] বি, মুসলমানদিগের উচ্চ বিদ্যালয় ; কলেজ । মাদ্রী (মাদৃদৃ ) { মদ্র ( মদ্রদেশের অধিপতি ) +অ (অপত্যার্থে) অ৭, ঈপ স্ত্রী) বি, স্ত্রী, মদ্ররাজকন্যা : কনিষ্ঠ পাণ্ডব নকুল ও সহদেবের জননী । {াত্রেয়–মাত্রীতনয় ; নকুল, সহদেব। মাধব ( বা ) { মা (লগী)—ধব (স্বামী )— লক্ষ্মীর পতি, ৬তৎ ; অথবা মা ( বুদ্ধিবৃত্তি ) ধব (পরিচালক )—যিনি বুদ্ধির চালক (মহাভারত মতে ) ] বি, পুং, বিষ্ণু ; কৃষ্ণ । প্র— “মাধৰ হাম পরিণাম নিরাশা”—বি, প। "বিদগধ মাধব তোহে পরণাম ।”—ঐ । “জয় দৈবকীস্বত মাধবাচুত”—অ, ম ৷ ২ ৷ [ মধু (বসন্তকাল ) +অ (অণ, স্বার্থে) ] বসন্তকাল। ৩। বৈশাখ মাস। ৪ । [ মধু —অণ, ( সম্বন্ধে ) ] বিণ, মধু সম্বন্ধীয়। স্ত্রী, মাধবী, মাধবিকা। মধু ও মাধব— চৈত্র ও বৈশাখ ৷ ২ ৷ বসন্তকাল। মাধব মাস—বৈশাখ মাস। প্র—“মাধব মাসে নিমেষ মাঝে না জানি কার ইঙ্গিতে।”—রবি । মাধবলতা—ধান্তবিশেষ । প্র—“স্বধু মাধবলতা বুলেন বাগন বিচি।”—শু, পু। মাধবি (মাধোবি ) { ব্রজ। মাধব (বৈশাখ মাস ) +ই ( ৭মী বিভক্তি চিহ্ন। তুল-বাং“য়", “এ,” “তে” ] অ, বৈশাখ মাসে । প্ৰ —“মাধবি মুকুলিত মালতী ফুল।”—বি, প। মাধবিকা ( )—মাধবী সঃ। মাধ্য মাধবী (মাধোবি ) { মাধব দ্রঃ ] বি, স্ত্রী, মাধবের পত্নী । ২ । তুলসী । ৩। দুর্গ । ৪ । মধুঞ্জাত মদিয়া মধু শর্কর । ৬। wièRol 1 + 1 NERIts : leprosy. মাধবীকুঞ্জ-অরণ্য বা উপবনমধ্যস্থ মাধবীলতাচ্ছন্ন স্থান । প্র—“যেন. সেই মাধবীকুঞ্জ তেমি তরুলতাপুঞ্জ রাই গে।”—গান। মাধবীলতা—বাসস্তীলতা ; চন্দ্রবল্পী । মাধাই ব্ৰঞ্জ ] বি, পুং, মাধব। প্র—“মাধৰ সোঙরিতে সুন্দরী ভেলি মাধাই”—বিদ্যাপতি । মাধুক ( ) { মধু (পুষ্পরস)+ক (পণ্যার্থে কণ, ) ] ৰি, পুং, বর্ণসঙ্কর জাতি ; পুপরসজাত পণ্যব্যবসায়ী। মাধুকর (কো) মধুকর (ভ্রমর )+জ ( ठूलाicर्ष-व१, ) में★, जो ] दि, शै, মধুকরের মত নানা স্থান হইতে অর্থ সঞ্চয় । ২ । পঞ্চগৃহে ভিক্ষা । মাধুকরী বৃত্তি— মধুকরের স্থায় পঞ্চগৃহে ভিক্ষা গ্রহণরূপ বৃত্তি। মাধুকী (সং—মাধ্বীক] ৰি মৌলফুলের ম্য। মাধুর (র) মধুর +অ (ভবার্থে-অ )] ৰিণ, মধুরসজাত পুষ্পরসোৎপন্ন । ২ । [মধু (পুষ্পরস ) র ( যে দান করে ) রা ( দান কর)+অ (কর্তৃ অচ)] বি, কী, মল্লিকা পুষ্প । মাধুরী (মধুর (ষ্টি)+জ ( ভাবে অ,)] বি, স্ত্রী, মধুরতা : মাধুৰ্য্য। ২ । হৃদয়হারিত । ৩ । সৌন্দৰ্য্য ; শোভা । ৪ । মিষ্টত ৷ ৫ ৷ উৎকৃষ্টতা। ৬। ধীরতা। ৭ । পুষ্পজাত মদ্য ; মাধুৰী। মাধুরীময়-মাধুৰ্যপূর্ণ প্র—“প্রেমের পিরীতি মাধুরীমর ”—চওঁী। মাধুর্য্য (জ) মধুর+য (ভাবে—ঘ৭) ] কি ক্লী, মাধুরী ; মধুরতা মিষ্টতা। ২। লাবণ্য : সৌন্দৰ্য্য ৷ ৩ ৷ উত্তম কাব্যের গুণবিশেষ । যে গুণ দ্বারা কাব্যে গ্রথিত শব্দগুলি শ্রবণমাত্র চিত্তাকর্ষণ করে এইরূপ রচনাতে বহু সমাসযুক্ত পদ থাকে না বলিয়৷ এই গুণকেই মাধুৰ্য্য গুণ বলে । মাধ্যন্দিন (মাদ্ধনদিন) [ মধ্যদিন (দিনের মধ্য )+অ ( স্বার্থে অণ,) ] বি, ক্লী, মধ্যাহকাল ; দিবসের মধ্যভাগ। ২। শুক্ল যজুৰ্ব্বেদের শাখাবিশেষ। স্ত্রী, মাধ্যন্দিনী—শুক্ল যজুৰ্ব্বেদীয় শাখা । মাধ্যম ( মাধমূ) [ মধ্যম+অ (সম্বন্ধে) ] বিণ, মধ্যজাত ৷ ২ ৷ মধ্যসম্বন্ধীয়। মাধ্যমিক (ক) বি, বৌদ্ধধৰ্ম্মান্তর্গত উপধৰ্ম্ম বিশেষ । মধ্যস্থ্য (মাদ্ৰস্থ) [ মধ্যস্থ+য (জ্ঞাৰে—বৰ্ণ) ] বি, ক্লী, মধ্যস্থত ; সালিসি । ২ । ঔদাসীন্ত । ৩। মধ্যে স্থিতি ।