পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আঠা আঠারনালা—গীক্ষেত্রের উত্তরস্থ ১৮টি জল প্রণালী । এক্ষণে ৮ার পাঁচটি আছে ( অ, ম) । রাজ ইন্দ্ৰদ্যুম্ন স্বীয় পুত্রগণকে এই স্থানে বলি দিয়াছিলেন ( চৈ, ভ] ) । আন্ধ,দেশ বা রাজ্য—দ্রাবিড়দেশ দক্ষিণভারতের গোদাবরী ও কৃষ্ণ মতাগুরে কৃষ্ণা ও নখুঁদ নদীদ্বয়ের মধ্যবর্তী ভূভাগ। খৃঃ পূঃ ২২• হইতে ২৩৬ খৃঃ অদ পয্যন্ত ইহার অভু্যদয় কাল । আমাইপুরা–বৰ্দ্ধমান জেলার গ্রাম। চৈতন্য মঙ্গলকার বৈ: কবি জয়াননের জন্মস্থান । আমিলা—জাহানাবাদ হইতে মেদিনীপুরে যাইবার পথে চটি তাহার পর মোগলমারী। এখানে আমিল সায়র নামে দীর্থিক আছে। ( অ, ম : ধ, ম, ঘনরাম ) । আমোদর (র) মেদিনীপুর গড়মান্সারণের মধ্য দিয়া প্রবাহিত নদী ( কবিক ) । আমোর (র) আমোদর (দ্র: ) নদী (দুর্গেশ, नमिनी) । আয়োরে [ হি—আইও বা আয়ো রে ] মথুরা জেলার অন্তর্গত গ্রাম। প্র—“কৃষ্ণে দেখি যায় গোপ আনন্দে বিহবল ৷ আয়ো রে আয়ো রে বলি করে কোলাহল ॥** আয়োরে বলিয়া যেখানে মিলিল। আয়োরে নামেতে গ্রাম সেখানে হইল।”—ত্ৰজপরিক্রম । আবড়া—মেদিনীপুর, ঘাটাল থানার অধীন গ্রাম। কবিকঙ্কণ মুকুন্দরাম তাহার জন্মস্থান দামুস্ত হইতে নবাবের অত্যাচারে এখানে পলাইয়া আসিয়া রাজা বঁকুড়া দেবের শরণাপন্ন হন। এখানে তিনি চওঁীকাব্য রচনা করেন । ইক্ষুমতী (মো ) কুরুক্ষেত্রে ওসাক্ষাঙ্গ নগরীর মধ্য দিয়া প্রবাহিত আৰু কালী নদী। ইক্ষাকু কুলের পৈতৃক নদী। ইক্ষুসমুদ্র ( শোমুদ্ৰ ) পূৰ্ব্বদিকে অবস্থিত সমুদ্র ; ইহার মধ্যে ছায়াগ্রহ অসুরগণের বাস । ইছানি, ইচ্ছানি-বৰ্দ্ধমান জেলার নগর, এখানে ধনপতি সদাগরের শ্বশুর লক্ষপতির বাস ছিল ( কবিক, অ, ম ) । ইঞ্জাদ্রি ( ইনজাদ ) সাতপুর পর্বতমালার সমান্তরস্থ পাহাড় । FfGgl ( india ) sit sa জম্বুদ্বীপের একাংশ ; ভারতৰধ । ইদ্রাকৃপুর ( ) নবাবী আমলে রঙ্গপুরের ঘোড়াঘাট এই নামে অভিহিত ও ৬• পরগণায় বিভক্ত ছিল । ইন্দ্রপুর, ইন্দ্রপুরী (শুদ্ধ-ইগাপুর) মানস সরোবরের উত্তর পর্বতের পূর্বদিকে অবস্থি নগরী (সম্বেশাবলী ) । >68२ ইন্দ্রপ্রস্থ (প্রো) যুধিষ্টিরের রাজধানী। বৰ্ত্তমা দিল্লীর ১ ক্রোশ দূরে অবস্থিত ছিল। ইন্দ্রাণী—বদ্ধমান জেলার প্রাচীন পরগণাবিশেষ ইহার অন্তর্গত সিঙ্গিগ্রামে অমর কবি কাশীরাম দাসের জন্মস্থান। পূৰ্ব্বে ইগ্রাণী বিশেষ প্রসিদ্ধ স্থান ছিল। প্রবাদে—"বার ঘাট তের হাট তিন চওঁী তিনেশ্বর : যে বলতে পারে তার ইন্দ্রাণীতে ধর।” চৈত্য ভাগবত, আইন-ইআকবরী প্রভৃতি গ্রন্থেও ইহার উল্লেখ আছে । চণ্ডী কাব্যে আছে—“সন্মুথে ইন্দ্রাণী, ভুবন দুল্লভ জানি, দেব আইসে যাহার সদন ।" “বাহিয়া অজয় নদী পাইলা ইন্দ্রাণী ৷”— কবিক । ইরাইতী, ঐরাবতী (বো ) পঞ্জাব রাভী নদীর সং-নাম । ইলছোবা মোগুলাই (ল) হুগলীর অস্ত:পাতী পাণ্ডুয়ার নিকটস্থ গ্রাম। রামগতি স্তার রত্বের জন্মস্থান । ইলাবৃত—জম্বুদ্বীপের বর্ষবিশেষ । ইহার উত্তরে নীল, শ্বেত ও শৃঙ্গবান পৰ্ব্বত। দক্ষিণে নিষধ, হেমকুণ্ড ও হিমালয় এবং পশ্চিমে মাল্যবান ও পূৰ্ব্বে গন্ধমাদন এবং মধ্যস্থলে স্বমেরু । অগ্নিধের পুত্ৰইলাবৃত এই বর্ষে রাজা ছিলেন। প্র—“ইলাবৃত দেশে ঘর”—কবিক । ইষুজাত—রোপথও ইস্তাম্বুল (লু) তুরস্কদেশের রাজধানী ; (’onstantinople. উৎকল (স্) প্রাচীন কলিঙ্গের দক্ষিণ ভাগ : ওড় । ত্রিকলিঙ্গের এক কলিঙ্গ ; উৎকলিঙ্গ। উৎকলিঙ্গ অপভ্রংশে উৎকল । উচালন (ন) জাহানাবাদ হইতে দক্ষিণাভিমুখে মেদিনীপুরে যাইবার পথে মোগলমারীর পরবর্তী গ্রাম ( অ, ম : ধ, ম : ঘনরাম) । উজনি-বৰ্দ্ধমান জেলার প্রসিদ্ধ নগর । ধনপতি সদাগরের ও তৎপুত্র শ্ৰীমন্ত সদাগরের জন্ম ও বাসস্থান ( কবিক ; অ, ম ) । উত্তর (র) কৌশিকী নদীতীরস্থ পৰ্ব্বত (রামাঃ)। उँठद्रतूङ्ग (६) भश sनिग्न (?) । भटtथtन —সাইবিরিয়া ( ? ) চৈত্ররণ দ্রঃ । উত্তরসমুদ্র (র শো) উত্তরকুরুর পর উত্তর | দিকে অবস্থিত সমুদ্র । সোমগিরি ইহার মধ্যে অবস্থিত । উত্তরাপথ (,) আৰ্য্যাবস্তু। উদয়গিরি (য়) এই পৰ্ব্বত পৃথিবীর পূর্ব সীমা বা পূর্ব প্রথম দ্বার বলিয় পুরাণে উক্ত। ইহার অন্য নাম পুৰ্ব্বদিক্ । ২ । ওড়িষার রাজধানী কটকের ১• ক্রোশ দক্ষিণস্থ পৰ্ব্বত । উদয়নাল, উধুয়ানালা (,) মুর্শিদাবাদের ৬২ক্রোশ উত্তর পশ্চিমস্থিত নগর (সন্দেশাবলী) । কন উরুবিল্প (ল ) { রূপান্তয়ে-উষ্ণবিলা.–বিম্বা, --বেলয় ] বুদ্ধগয়া বা বোধগয় । এখানে সিদ্ধাৰ্থ বুদ্ধত্ব লাভ করেন। হিন্দুতীর্থগয়ার অনতিদূরে অবস্থিত। উলা-কৃষ্ণ নগরের অন্তর্গত গ্রাম ; বীরনগর । গঙ্গীভক্তিতরঙ্গিণী-প্রণেতা কবি দুর্গাদাস মুখোপাধ্যায়ের জন্মস্থান । উলুশিয়াই—যশোহর বনগ্রামের কাগজপুকুর থানার অধীন গ্রাম। মধুকানের (মধুসূদন কিন্নরের ) জন্মস্থান । ঋক্ষ—গণ্ডোআনা রাজ্যের অন্তর্গ৩ গিরিমালা । ঋক্ষবান—নর্মুদার নিকট অবস্থিত পৰ্ব্বত। ইহ গোলাঙ্গুলেশ্বর জাম্ববান ও বানরদিগের বসতিস্থান ( রামা: ) । চিনোয়ার বিলাসপুর ও বালঘাটের অন্তর্গত পৰ্ব্বত । ঋষভ (ভ,) ক্ষীরোদসাগরস্থিত ধবল পৰ্ব্বত । ২। দক্ষিণদিকে স্থিত বৃষাকার পর্বত । ইহার পর পৃথিবীর দক্ষিণ সীমা যমের রাজধানী ও অন্ধকারাচ্ছন্ন পিতৃলোক। ৩। হিমালয় পৰ্ব্বতের শৃঙ্গবিশেষ । ঋষ্যমুক (ক) নীলগিরি ও পূর্বঘাট গিরিমালার মধ্যস্থ ও কিষ্কিন্ধ্যার ( বেলারি ) সন্নিহিত পৰ্ব্বত । ইহা দণ্ডকারণ্যের সীমাভুক্ত ছিল । श्रृंग्लां म: । ( ब्रांगां: ) । একচক্রা (চক্ক্রা) বীরভূম জেলার অন্তর্গত মল্লারপুর রেলষ্টেশনের নিকটবৰ্ত্তী গ্রাম । নিত্যানন্দদেবের পৈতৃক বাসস্থান । ২ । বৰ্ত্তমান আর নগর । এলিচপুর ( ) দময়ন্তীর পিতৃরাজ্য বিদর্ভের প্রাচীন নগর ; বর্তমান বিরাড় । এলিফ্যাণ্টা—বোম্বাই সহর হইতে ৪ ক্রোশ দূরে প্রায় ৩ ক্রোশ পরিধিযুক্ত দ্বীপ। ইহার এক পৰ্ব্বত গাত্রে প্রকাও হস্তিমূৰ্ত্তি ও তদুপরি আর এক হস্তিমুৰ্ত্তি থোদিত থাকায় নাম । প্রাচীন নাম "গিরিপুর" । * এশিয়া মাইনর ( ) ক্ৰৌঞ্চ দ্বীপ। ওড়—উৎকল ; ওড়িব । ওষধি—হিমালয় ও ঋষভ পৰ্ব্বতের মধ্যে অবস্থিত সৰ্ব্বৌষধিপ্ৰদ পৰ্ব্বত ; গন্ধমাদন ( রামা: ) । কঙ্কণ, কোঙ্কণ প্রদেশ (ন, প্রোদেশ ) দক্ষিণ ভারতে গোয় হইতে খাদেশ এবং সহাদ্রি হইতে সাগর পর্য্যন্ত বিস্তৃত ভূভাগ। অধুনা বোম্বাই প্রেসিডেন্সীর অন্তর্গত। কণিষ্কপুর (কেনিষ্কপুর) কাশ্মীর জনগরের ৫ ক্রোশ দক্ষিণে “পীরপঞ্জল পথ” যাইবার পথে অবস্থিত নগর (কনিংহাম্) । কনকশিল ( ) জলোদ সমুদ্রের উত্তর তটবর্তী স্বর্ণপ্রভ পৰ্ব্বত ( রামা: ) ।