পাতা:হাসির গান - দ্বিজেন্দ্রলাল রায়.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ হাসির গান !
নন্দ বলিল, 'আ-হা-হা! কর কি, কর কি! ছাড় না ছাই,
কি হবে দেশের, গলাটিপুনিতে আমি যদি মারা যাই?
বলো কি' বিঘৎ নাকে দিব খত যা বলো করিব তাহা।'
তখন সকলে বলিল – 'বাহবা বাহবা বাহবা বাহা!'


নন্দ বাড়ির হ'ত না বাহির, কোথা কি ঘটে কি জানি;
চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি,
নৌকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে 'কলিসন' হয়;
হাঁটতে সর্প, কুকুর আর গাড়ি-চাপা পড়া ভয়,
তাই শুয়ে শুয়ে, কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল
সকলে বলিল- 'ভ্যালা রে নন্দ, বেঁচে থাক্ চিরকাল।'




চণ্ডীচরণ !
চণ্ডীচরণ ছিলেন একটি ধৰ্ম্মশাস্ত্র গ্রন্থকার ;
এম্নি তিনি হিন্দুধৰ্ম্মের কৰ্ত্তেন মৰ্ম্ম ব্যক্ত –
দিনের মত জিনিস হত রাতের মত অন্ধকার ;
জলের মত বিষয় হতো ইটের মত শক্ত।
সবাই বল্পে হাঃ হাঃ হাঃ লিখছে বেশ হাঃ হাঃ হাঃ
যা হ’ক তোরা নিজের নিজের ঘটিবাটি সামলা !


বাহির কৰ্ত্তেন বোসে বোসে আরও স্বশ্ব স্বক্ষতার ;
চুলটি চিরে দুভাগেতে কৰ্ত্তেন তিনি কৰ্ত্তন।