পাতা:হাসির গান - দ্বিজেন্দ্রলাল রায়.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ হাসির গান। কিম্বা সবাই ওঠে টাউন হলে জোটাে ; হিন্ধুরানী প্রচার কৰ্বে আমিরিকায় ছোটাে ; . আমরা যেন নেহাইৎ থাটো হয়ে না যাই দেখো । খুব খানিক চেঁচাও কিম্ব খুব খানিক লেখে। Bain Mill ছাড়ে এবং ভাগবত পড়ে । নতুন কিছু করে একটা নতুন কিছু করে । আর কিছু না পারে স্ত্রীদের ধোরে মারো ; কিম্বা তাদের মাথায় তুলে নাচো—ভালো আরো। একেবারে নিভে যাচ্ছে দেশের স্ত্রীলোক ; বি এ, এম এ, ঘোড় সোয়ার, যা একটা কিছু হোক -- ধা হয় হোক না--একটা কিছু করে। নুতনতরো ; নতুন কিছু করে একটা নতুন কিছু করে । হয়েছি অধীর যত বঙ্গবীর -- এখন তবে কাটো সবাই নিজের নিজের শির ; পাহাড় থেকে পড়ো সমুদ্রে দাও ডুব ; মৰ্ব্বে না হয় মৰ্ব্বে একটা নতুন হবে খুব ; নতুন রকম বাচে কিম্বা নতুন রকম মরো ; নতুন কিছু করে একটা নতুন কিছু করে । d:ase-au.