পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আভাস।

কি দুঃখ জীবনে সখা মধ্যাহ্নে আইল রে।
 উষায় রে মন-মত
 আদরের ফুল যত
কেহ বা শুখায়ে গেল কেহ বা ঝরিল রে,
কি দুঃখ জীবনে সখা মধ্যাহ্ণে আইল রে।


এ পোড়া পরাণে কিছু ভাল নাহি লাগে রে।
 ধরা লুকায়েছে তার,
 মাধুরী মহিমা ভার,
সকলি মলিন যেন সেই অনুরাগে রে।
এ পোড়া পরাণে কিছু ভাল নাহি লাগে রে।