পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
হতাশের স্বপ্ন।

নিঝুম পরাণ   ভেঙ্গে ভেঙ্গে যেন
এই ঘোরা রেতে।
কে বাঁশী বাজায়   পরাণ যে যায়
পারি না যে শুতে॥
ওকি প্রহেলিকা   আই যায় দেখা
কোথায় রে আমি।
আই না আমার   প্রিয় বাসনার
সে জনমভূমি॥

দীরঘ তমাল   তরুবর দুটী
দু’ ধারেতে থুয়ে।
ভরা কাল জলে   স্বচ্ছ সরোবর
সমুখেতে লয়ে॥
মাধবী লতায়   গড়া মনোহর
অই না আমার।