পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪৬
কবিতা।

আবার যখন   অনন্ত গগন
স্থাবর জঙ্গম লয়ে
নিঝুমে প্রকৃতি   রজনীর কোলে
ঘুমায় বিভোর হয়ে,
চাঁদের কিরণে   উড়িয়া উড়িয়া
চাহিয়া চাঁদের পানে
বউ কথা কও   বউ কথা কও
বলি রে উধাও প্রাণে!

কেন রে রাখিস ধরে
ছেড়ে দেরে ছেড়ে দেরে
বনের বিহঙ্গ আমি
বনে বনে যাই উড়ে!
যুবতী যুবকে   যখন পুলকে
দোঁহার বদন হেরে,
গভীর ভাবেতে   নয়ন ভাষায়
উড়িয়া গরব ভরে;
অদূর তরুতে   বউ কথা কও
সোহাগ-সঙ্গীতে গাই;