পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৪
কবিতা।



ছায়া যে তোমার   দুঃখের দুঃখিনী,
ছায়া যে তোমার   সুখের সুখিনী৷
কি পাপগহ্বরে
উন্নত শিখরে
পতিপরায়ণা   আদর্শ নারীর
প্রণয়ের প্রায়,
এক ভাবে সেই   নানা রূপ ধরি
আছিনা কোথায়;
জীবনের আলো   ছেড় না ছেড় না
ছেড় না ছায়ায়।

দুঃখের সাগরে
দুঃখের তরঙ্গ   যবে ভেঙ্গে ভেঙ্গে
আছাড়িয়া পড়ে,
তখন তোমায়   দেখে যাতনায়
ছায়া কিহে ছাড়ে?
জীবনের নিধি,   হৃদয়ের আলো,
যেও না যেও না;
তোমা ছেড়ে ছায়া   একা এ আঁধারে
কখন রবে না।