পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কবিতা।
৫৩

সুজীর্ণ কুটীরে মলিন বাসে
দিবানিশি দুঃখে দীরঘশ্বাসে
কেঁদ না দুঃখিনী কেঁদ না আর,
ঘুচাব তোমার দুঃখের ভার;
আমি রাজা, রাজ-ধরম জানি—
একে না রাখিয়া আনে না টানি;
ধনী কি কাঙ্গালে করি না বাছ,
সকলে সমান আমার কাছ;
আমার ধরায় কেহ না দুখী,
আমার আকাশে সবাই সুখী;
মধুর মলয় আমার বায়
সবায় সমানে মধুরে রয়!
আমি রে মধুর কোমল অতি
সমভাব সবে আমার নীতি!
সমান হাসিতে করিয়া তুল
শ্মশানে কাননে ফোটাই ফুল।
সুখের দেবতা আমি রে আমি
আমার এ ধরা লীলার ভূমি
তাতে বাতে জ্বালা সহিয়া ধীরে
অবশ পরাণে শ্মশান স্থিরে