পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫০
কবিতা।

সুরুচি আপন  ভুলিয়া যাক্।
হৃদিহীন প্রাণী  অবাকে থাক।
ভাঙ্গিলে রে ঘুম  স্বপন যায়,
স্বপনের নিধি  জেগে কে পায়।
আচার বিচার    সকলি মিছার
জ্ঞানের কুহক বিষম ভ্রম,
বিচারে যে চায়   সুখ যে রে তায়
শুধুই কেবল আশার ক্রম।
অন্ধ পরাণে দেখা যা যায়
বিচারে আনিয়া কি ফল তায়?
প্রাণ আছে কি না   জানিবার আশে
প্রাণময়ী ছবি ছিঁড়িয়া ফেলে,
পিশাচের মত   শূন্য প্রাণ দেখে
কার প্রাণে সুখ কবে রে মেলে?

ভাল বেসে প্রাণে যাহারে চায়,
স্বজন প্রেমিক মিলয়ে তায়;

পেয়ে কেন দিন হারাও হেলে?
জনম যে যায় লহমা গেলে!