পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কবিতা।
২৩

সে সুখ বসন্তে
সে সুখ সময়   তমালের তলে
তটিনী তীরে।
বহু দিন হল
জেগে জেগে যেন   দেখেছিনু তায়
স্বপন ঘোরে॥

কথা পুরাতন,
তবু সে আমার   এখনো তেমনি
নূতন আছে।
আঁখিটী মুদিলে
হিয়ার মাঝারে   সে যেন আমার
যায় রে নেচে।

মানস মোহিনী
ভুবন ভুলানী   সে রূপের আমি
কি কব কথা।
সে রূপমাধুরী
সাঁজের বেলায়   কুমুদ কাননে
চন্দ্রিক যথা।