পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কবিতা।
২৭

আমার মনের
কথাটিরে শুধু   মনেই রহিল
মুখে না এল!
গগন হইতে
গাছের আড়ালে   ঢলে পড়ি চাঁদ
চলিয়া গেল!

হারানু প্রণয়,
হারানু পরাণ,   হারানুরে আলো
হারায়ে তায়,
ডুবিয়া আঁধারে
নীরবে কাঁদিনু   তমালের তলে
তমাল প্রায়।