পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৭
সুখ।

মায়া-জালে বেড়ে জগতেই আছি,
জগৎ ছাড়িয়া কোথায় রে গেছি!
চেও না আমায় চাইলে পাবে না;
  জীবনের সুখ
  জীবনেই আছে,
হাত দিয়া খুঁজে মেলে না মেলে না!

অদ্ভুদ যেমন   মোহের বন্ধন
ছিঁড়িলে মনেতে প্রকাশ পায়।
থাকিতে থাকে না  জীবনের সুখ,
যাইলে কেবল জানাইয়ে যায়।