পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কবিতা।
২৫

সখারে সে দিন
কি বলিব আমি   সুখের সে কথা
যা হল হায়!
করিতে প্রকাশ
মনে মনে গাঁথা   মনের রে কথা
কে পারে কায়?

আপন হারানু।
ছুইতে যাইনু   ছুইতে নারিনু
উহু কি খেদ!
সহসা দেখিনু
তাহাতে আমাতে   কি যেন কি যেন
কি যেন ভেদ।

আমার মনের
কথাটি যে শুধু   মনেই রহিল
মুখে না এল।
স্বরূপ মানসে
সেরূপ আমার   ক্রেমে ক্রমে যেন
মলিন হল।