পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৯



পাপিয়া।

ও কি ও উদাস প্রাণে  মর্ম্মভেদী উচ্চতানে
 বল রে বিহঙ্গ তুই বল বল বল,
কারে তুই হেঁকে হেঁকে  অমন করিয়া ডেকে
 এমন পাগল তুই এমন পাগল!

হাসে ফুল, হাসে তরু,  হাসে রে কানন চারু,
 হাসিতে জোছনা ঢলে পড়িছে ধরায়;
হাসিছে প্রকৃতি রাণী,  শান্তিময়ী মূর্ত্তি খানি,
 দেখে পাখী প্রাণ তোর কেন না জুড়ায়?

দিবানিশি এক বোলে  বুক-ভাঙ্গা ঘন রোলে
 কেন না রে ঘুচে পাখী বিষাদের ঘোর?
এত কি প্রাণের ব্যথা,  এত কি খেদের কথা,
 মর্ম্মভেদী কাতরতা গাঁথা হৃদে তোর?