পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭১
কে বা ভাল?


যেমতি অম্বরে ঝিকি ঝিকি করে।
তারাকানিকরে,—তেমতি সুদূরে
অসংখ্য আলোক মিশি পরম্পরে
খেলা করে অই নিবিড় আঁধারে
খেলা করে যথা মুনি মন লোভা
নিবিড় কুন্তলে মণিময় আভা!


কোনটি রে ভাল আঁধার না আলো?
রজনী না তারা মণি না কুন্তল?
নিশিতে সুন্দর দীপ মনোহর
নিশিতে সুন্দর তারকানিকর,
দিবসেতে নয় একি চমৎকার
কে বা ভাল, এর আলো কি আঁধার
মিশি পাশে পাশে সমান উচ্ছ্বাসে
অই যে দুপাশে, বিশ্বেশ্বর পাশে