পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কবিতা।
৬১

ভুলিয়া সরম বেহায়া মেয়ে,
গোলাপ কি বেল জাতি কি জুঁয়ে
আছে বটে রূপ সেথায় লয়ে;
 থাকিলে কি হয়
 কে বা কবে লয়
খুঁজিয়া বাহার বেহায়া চেয়ে।

 বনের সে ফুল ফুল
 ফুল মাঝে ফুল
নামটি যেমন শুনিতে কানে
তেমনি সে রূপ তেমনি গুণে
 বনের সে ফুল
 বিকাশে মুকুল,
মুকুল বিকাশ দেখাতে রয়
কেহই তাহার মতন নয়!

কুসুমের রাণী কমল বটে
অদূর তড়াগে রয়েছে ফুটে,
হলেও সে রাণী হয় কি হয়?