পাতা:বর্ত্তমান বাঙ্গালা সাহিত্যের প্রকৃতি.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8b, ) ফলতঃ যে সকল ইংবাজ বা ইউবোপীয-সংস্কৃত শিক্ষা করেন, তাহার। সংস্কৃত সাহিত্য হইতে জ্ঞান সংগ্ৰহ কয়িবাব নিমিত্তেই উহা শিক্ষা কবেন, সংস্কৃত লেখক বলিয। মুখ্যাতি লাভের প্রযাসী হযেন না এবং প্রযাসী হওযাও বোধ হয স্ববুদ্ধিব কাজ মনে কবেন না । যে সকল ইংবাজ বাঙ্গাল শিক্ষণ কবেন, তাহদেব সম্বন্ধেও ঠিক এই কথা বলা যাইতে পাবে । বিবি নাইট ইংবাজীতে বিষবৃক্ষেব অনুবাদ কবিঘছেন—ইচ্ছা, ঐ গ্রন্থে বাঙ্গালাব দুষ্পত্য প্রণযেব যে চিত্র আছে তাহা স্বজাতীযদিগকে দেখান । কিন্তু নিজে কখন দুই ছত্র বাঙ্গালী লিখিযাছেন বলিযা বোধ হয় না । বুদ্ধি মানেবা এইবপই কবিয থাকেন । পবেব সহিত্যে যাহ। জ্ঞাতব্য থাকে তাহা সংগ্ৰহ কবিবাব নিমিত্ত তাহাবা উহ অধ্যযন কবেন । পবেব সাহিত্যে সুলেখক হইবাব আকাঙ্ক্ষণয প্রাণান্তকব চেষ্টা করা, তাহার অতিশয বুদ্ধিহীনতাব কাৰ্য্য মনে কবেন । কিন্তু আমবা বুদ্ধিমানেব অপেক্ষাও বুদ্ধিমান আমবা ইংবাজেব দ্যায ইংবাজী লিখিবাৰ জন্য অথবা ইংরাজেব অপেক্ষাও ভাল ইংবাজী লেখক বলিযা প্রশংসিত হইবার জন্য প্রাণপাত কবি, আর আমাদেব