পাতা:হৃদয়-লহরী - চারুচন্দ্র সরকার.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদর-লহরী। এই লও অন্তরের ভকতি-চন্দন । একবার বস হৃদে শ্বেত-কান্তি বিকাশিয়ে,বাধি ও চরণ যুগ বাহুর বন্ধনে ধরি হৃদয়েতে যাপি যাবত জীবন মম,— রাখি ও অপূর্ব রূপ নয়নে নয়নে । ভিখারীর হৃদে, মাগো, অপিবে না ও চরণ ?— চা’বে না করুণ দৃষ্টে দাসে ঘৃণা করি ? আমি কি ভিখারী, মাগো, কে ইহা বলিল তোমা— তুমি যার হৃদি-রত্ন, কিসে সে ভিখারী ?— তুমিই হৃদয়-রত্ন, তুমিই ভিখারী-রত্ন, তুমি না থাকিলে এই হৃদি শূন্য হয়। সতত তোমারে ভাবি সতত ও পদ সেবি হৃদয়ে জড়িত তুমি—অমোচ্য, অক্ষয় । দিবসে নিরত কাজে