পাতা:হৃদয়-লহরী - চারুচন্দ্র সরকার.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 হৃদয়-লহরী ডুবিবে তরণী,—জলে কুম্ভীরের ভয় ; কুলেতে—নিবিড় বনে শ্বাপদ নিচয় ! আতঙ্কে অন্তর কাপে থর থর করি ভীম দরশনে । আজি বুঝি শেষ দিন, এখনি হইবে লীন, জীবনের স্রোত মোর হলুদীর স্রোতে, আঁধারে মিশাবে প্রাণ এ ঘোর নিশীথে । ঈশ্বরের অভিপ্রেত বুঝি এইরূপ নতুবা এখন অকালে নিৰ্ম্মল হেন উঠন্ত পাদপ কেন ? — জীবন-কমল কেন না ফুটিতে হয়, বিপদের স্রোত তাসি ডুবায় তাহায় ? বিভূর বিচিত্র লীলা ! — আবৰ্ত্ত উদ্বেল ** মুহুর্তেক মাঝে, প্রশমিত এককালে ;–আঁধার অম্বর-কোলে আকুল তরঙ্গ খেলা নীরব হইল, আকুল হলদী বক্ষঃ ঘুমায়ে পড়িল । জীবনের দীপ-শিখা প্রবল পবনে নিবেও রহিল । জীবনে সব আশা জীবনের ভাল বাসা