পাতা:হৃদয়-লহরী - চারুচন্দ্র সরকার.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদয়-লহরী। J সন সন করি ছুটিল পবন সিন্ধু স্থির-বক্ষ বেগে সঞ্চালন করি প্রকাশিল তাiপনার বল । দূর হতে উচ্চ প্রকাও তরঙ্গ গভীর গগুজন করিয়া রাগে ফেন উগরিয়া, করি রঙ্গ ভঙ্গ বেলা ভূমে পড়ে বিময় বেগে ; যেন বা বুঝিতে সৈকতের বল । শির পাতি যেই সহে সে বিক্রম, ধীর ভাবে তারে করে আলিঙ্গন ; নেজন গরবে শিল্প উত্তোলন করি রহে, তারে মহা ধমধম, তৰ্জ্জন গজ্জন করিয়া আক্রোশ বিষম তাtঘাতে তা হয়ে বিনাশে । উচু উঁচু ঢেউ নাফায়ে নাফায়ে উঠিতে লাগিল তরি গিলিবারে ; একবার উদ্ধে, অধ এক বার উঠিলু পড়িল তরণী আমার । ভাবিলাম যদি তরি মগ্ন হয় অতল সাগরে ডু রব নিশ্চয় ; 3 &