পাতা:হৃদয়-লহরী - চারুচন্দ্র সরকার.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झ मग्न-जश्चैौ । ר ל অট্ট হাসি, হাসি তুমি, হাসহ সেথায় ! অনন্ত নীহার-ক্ষেত্র বিস্ত ত যেথায় রিকাশে ধবল আভা, শান্তি জ্যোতিৰ্ম্ময় অনন্ত আকাশ চিত্র, অনন্ত নীহার, ক্ষেত্র মিশিয়াছে উভয়েতে,—অদ্ভূত দর্শন ! সেখানে তোমার ভাব, গম্ভীর, নির্জন । ঘন ঘটা করি যবে অসিত বরণ ভাষণ জীমূতবৃন্দ করে আস্ফালন, করিয়ে অশনি-শবদ জীবগণে করে স্তব্ধ, রহিয়া রহিয়া হাসি’ চপল পলায়, কি বিভৎস ভাব তব প্রকাশে তাহায় ! বিধাতার লীলা ক্রমে, বরণ নিলয় স্বরূপ বাসব-ধনু যবে দেখা দেয় সুনীল অম্বর-পথে ; —মোহন কালিমা গেথে যেন বা বিরলে নভঃ পরে নিজ গলে ;– প্রকৃতির সে হাসিতে মন যায় গলে – নূতন পল্লব ভূষা ধরি তরুগণ রক্তিম অভিায় দেহ করয়ে রঞ্জন ;--- কমল কুসুম গুলি, সরসে ঘোমটা খুলি দেখায় জগত জুনে সৌন্দৰ্য্য বিমল ;– ত "হে হালি দেীপ্ত বড়ই কোমল