পাতা:হৃদয়-লহরী - চারুচন্দ্র সরকার.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদয়-লহরী। ভূষণ কিছুই নাই, নাহি হেন শতদল অৰ্পিব তোমায়, কি দিয়ে তুষিব তোমা কিছু নাহি হায় । মনস-সরসী-জলে কনক-কমল-দলে বসাই তোমারে ভাগ্য নহেকো এমন । হিমাদ্রি-শিখর’পরে হর্ষে জয়ধ্বনি করে’, তুলিতে না পারি তব জয়ের নিশান । কেমনে পাব তোমায় ?— অসাধ্য সাধন হয়, কেমনে শীতল করি তাপিত পরাণ ? হে দেবি ! কমলাসনে, বঁচো ও তাপিত জনে, যা কিছু অামার আছে, দিব গো তোমায় – এই লও হৃৎকমল রাগ ও পদ-যুগল, এই লও প্রাণ-মন-পরিজাত ধন ;– কিবা তোমা দিব আর কিবা মম আছে আর,—