পাতা:হৃদয়-লহরী - চারুচন্দ্র সরকার.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ 8 হনগঞ্জ একটা বুদ্ধ দ ভাসিয়া উঠিবে রাশি রাশি বারি দেহোপরি হবে । দেখিবে না কেহ আমার মরণে, কাদিবে না কেহ, তামার শিয়রে পুড়িবে না মম শরীর আগুণে প্রোথিত হইবে সলিল আকারে । ছিলাম ভাবিতে এহেন ভাবনা বিভু নাম মনে ছিলাম স্মরিতে দেখি নু লাগিল সলিল, পবন নিজ নিজ তেজ ক্রমে সম্বরিতে । আবার হইল স্থির সিন্ধুজল আবার নিৰ্ম্মল গগণ মণ্ডল, আবার বহিল তু ধীরে পবন ত্যজিয়া আগের গভীর গর্জন ; নভে দেখা দিল একটা চন্দ্রমা, সহস্ৰ নাচিল সাগর উরসে প্রকৃতি হাসিল কৌমুদী বিভাসে ভজিল মানস হেরি সে সুষমা । প্রকৃতির ভাব মানিমু বিস্ময় কখন কি ভাব বুঝিতে না পারি।