পাতা:অনাথিনী নাটক.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & অনাথিনী নাটক । युः ंश्च दंष्ण--- গগণে উঠিলে শশী অন্ধকার হরি । সুধা আশে নৃত্য করে চকোর চকোরী ॥ পেচক হাসিয়ে বলে এ কি রঙ্গ হেরি । কি শোভা চাদেতে আছে বুঝিতে না পারি } রমণী। এসেছি নূতন আজ প্রেমের বাজারে। মূল ধন শুদ্ধ যাবে এই ভয় করে ॥ আজ দেখি এ যে এক নূতন বিভ্রাট । খুলেছে সকলে নিজ মনের কবাট ॥ জীবন যৌবন সব সাজায়েছে ডাল । দেয় তায় আশা-বারি যতেক অবলা ॥ প্র । কিনে বেচে চলে যাও হয়ে সাবধান । অt ৪ পেছু হটলে পরে হারাবে পরাণ ॥ জামাই তুমি একটি গান গাওন ভাই । রমণী। কোকিলের সমাজে পেচকের রব অব কে শুনতে ইচ্ছে করে ? দ্বি। আমরা কি আর গান বাজনা জানি ? তুমি পুরুষ মানুষ, লেখা পড়৷ জান, দশ জায়গায় যাও,কত ভাল ভাল লোকের গান শুনতে পাও। রমণী। যদি নিতান্তই ন ছাড়েন, তবে একটা গাই । গীত । রাগিণী খাম্বাজ- তাল একতাল । বলনা বলনা, ছাড়িয়ে ছলনা, কাহার ললনা তুমি ও সই ৷ বসনে ঢেকেছ বদন-চাদে, পিপাসায় দেখ চাতকী কাদে, বেঁধেছ আমারে রূপের ফীদে, বলনা এখন ( আমি ) কোথা যাই ॥