পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●b>。 - প্রবাসী-মাঘ, ১৩৩৬ [ २s* छां★, २ग्न थ७ আছে, সেখানে প্রতি রবিবার রাত্রে নাচ হয়। বাতাবিয়ার ডচ, আর অন্ত ইউরোপীয় সমাজের অনেকে আসে । আমরা একটা টেবিল দখল করে বসে নাচের সঙ্গে এদের কায়দা-করণ দেখতে লাগলুম, আর কিছু লেমনেভ আনিয়ে পান করতে লাগলুম। আমাদের আশঙ্কা হচ্ছিল, অদূরে কবি র্তার ঘরে রয়েছেন, এই নাচের jazz জাজ, ৰ্যাণ্ডের উৎকট আর উদ্ধাম আওয়াজে হয় তো আদ্ধেক রাত ধ’রে তার বিশ্রামের ব্যাঘাত ঘটবে ; কবির অমুরাগী দু’চার জন ডচ সজ্জনেরও এই আশঙ্কা হ’য়েছিল। ঘণ্টা খানেক হোটেলের অতিথি অভ্যাগত মেয়ে পুরুষদের এই নাচ দেখে আমর। রাত সাড়ে এগারোটায় নিজ নিজ কামরায় এলুম। সোমবার, ২২শে আগষ্ট – সকালে ইংরেজ কনসাল ক্রসবি সাহেব এসে কৰিকে নিয়ে গেলেন ডচ গভর্ণর-জেনারেলের সঙ্গে দেখা করাতে। আমরা বা’র হলুম শহর দেখতে, আর বই-টই কিছু কিনৃতে । সকাল বেলা ভেলটেফ্রেডনের বডো এক সড়ক Noordwijk নোর্ড-ওয়েইকু-এর ধার দিয়ে বেড়িয়ে যেতে বেশ মনোরম লাগল। বিছাতের ট্রাম চ’লেছে, কতকগুলি গাড়ীর দ্বিতীয় শ্রেণীতে লেখ৷ Inlanders বা ‘দেশী লোক –কুলী-মজুরদের জন্ত শস্তা-ভাড়া গাড়ীতে এই লেখা থাকে। নোর্ড-ওয়েইক রাস্তাটা একটি খালের দুই ধার দিয়ে গিয়েছে। থ'লে অতি ময়লা ঘোলা জল—ক’লকাতার রাস্তায় জোর বৃষ্টির পরে জল দাড়ালে যেমন ঘোলা জল হয়, এ যেন তেমনি । জল কোথাও এক বুকের বেশী হবে না, তবে গতি আছে। খালটা খুব চওড়াও নয়। খালের পাড় ইটে গাথা, আর মাঝে মাঝে ছুখারেই পাড় বেয়ে ষ্টটের বা পাথরের সিড়ি নেমে গিয়েছে ; আর দুপাশের রাস্তাকে যোগ ক’রে কতকগুলি সাকো-ও আছে । সিড়ি-বাধানো ঘাটগুলিতে বিস্তর মেয়ে পুরুষ এই সকাল বেলায় খালের ঘোলা জলে স্নান করছে। ঠিক ভারতবর্ষের ভাব। আর এ দেশে মেয়েদের এই সব ঘাটে ব’সে সাবান দিয়ে কাপড় কাচবার ঘটাটাও একটা লক্ষ্য করবার জিনিষ। গৃহস্থের বাড়ীর কী-বউ রঙীন সারং জামা কাপড় সব নিয়ে এসে, ঘাটের সিড়িতে বসে গল্প গুজবের সঙ্গে এই দৈনন্দিন ব্যাপারটা সাবৃছে। ঘবদ্বীপীয়দের দৈনন্দিন জীবনের এটা হ’চ্ছে একটি নিত্য ঘটনা। বেশ বিচিত্র দেখায় এই ব্যাপারটী। মনে হয় যেন সারা শহরের মেয়েরা খালের ঘাটে এসে কাপড় কাচা ছাড়া সকালে আর কিছু করে না—মাইলের পর মাইল ধরে বাতাবিয়া আর ভেলটেক্রেডনে এই সব খাল চ’লে গিয়েছে, আর তার ধারে ধারে কোথাও যেন ७कख शैभक जांबणl cनहे, गव थाप्नहे गझ-मिश्रू বাতৰিয়ার-খালের ধীরে ব্যস্ত-সমস্ত মেয়েদের দল মহাউৎসাহে স্বানে বা বস্ত্ৰ-ধাবনে নিযুক্ত । দুই একটা ডচ বইওয়ালার দোকানে ষবদ্বীপের ইতিহাস আর শিল্পের উপরে, আর ঘবদ্বীপের মৃত্যকলার উপরে কিছু বই কেনা গেল। তারপর ডাক্তার বস্-এর আপিসে গেলুম। এখানকার প্রত্ন-তত্ত্ব বিভাগকে বলে Oudheidkundige Dienst (Antiquitics Service) wetawotos; Archaeological Surveyo NWR to বিভাগ কাৰ্য্য করেন। প্রাচীন মন্দির প্রভৃতি য়ে কেবল রক্ষণ করেন তা নয়, জীর্ণ সংস্কারও করেন, ভাঙা-চোরা মন্দিরকে আবার নোতুন করে গ'ড়েও তোলেন। ষবদ্বীপের প্রাচীন হিন্দু আমলের কীৰ্ত্তি সংরক্ষণে এদেশের প্রত্ন-বিভাগ যা করেছেন, তা অতুলনীয় ; প্রত্যেক ভারতबांनौब्र, थरङाक हिन्नू-नखांटनब्र ७चछ कृङखडा चश्डव कब्रां