পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ]


ब्रथंयांखां ఆశిS বুদ্ধ। জাজ পথে বড় ভিড়, আমার আলতে একটু দেরী হয়ে গেল । - মা। মাম, তুমি ত কবিরাজ, একবার অমীকে দেখ মেয়ে যেন কি রকম করচে । অমৃতা। দাজাবাবু এয়েচ ? তোরা ও এসেচিস ? বুদ্ধ অমৃতার নাড়ী দেখিলেন। এমন সময় অমৃতার পিতা আপিসের পোষাকে আসিলেন। অমৃতার মুখ দেখিয়া, ঘরে আর সকলের মুখ দেখিয়া তাহার মুখ শুকাইয় গেল। বৃদ্ধ অনেকক্ষণ নাড়ী দেখিলেন। তিনি নাড়ী দেখিতেছেন এমন সময় ডাক্তারবাবুও আসিলেন । বুদ্ধ। ( অমৃতার হাত ছাড়িয়া দিয়া ) ডাক্তারবাবু, আপনি দেখুন। ডাক্তারবাবু । আপনি কেমন দেখলেন? বুদ্ধ। বলচি। আপনি আগে দেখুন। ডাক্তার অমৃতার হাত দেখিলেন। অমৃত । ( একবার হাপাইয়া, অল্প হাসিয়া ক্ষীণ স্বরে ) ডাক্তারবাবু, কেমন দেখচেন দাদাবাবু, আমার জন্ত রথ আসচে, জান ? ೪೯ | মঞ্জুল শেফালি বুদ্ধ । ও কি বলচে ? দিদিমা । আজ রথ কি না, সারাদিন বলচে রথে উঠবে। ডাক্তার ও বুদ্ধ ঘরের বাহিরে আসিলেন । অমৃতার পিতা বঞ্জাহতের স্তায় স্তব্ধ হইয়া অমৃতার পাশে দাড়াইলেন। মাতা অশ্রুসিক্তনয়নে অমৃতার হাত নিজের হাতে তুলিয়া লইলেন। খুড়ীমা মাথায় ঘোমটা দিতে ভুলিয়া গিয়া অন্ত পাশে দাড়াইলেন। দিদিমা कां८झ नैiफ़ाहेब । यकला ७ cनकांलिक अम्लडांब्र नाटबद्ध কাছে দাড়াইয় তাহার মুখ দেখিতেছে। ঘরের বাহিরে ডাক্তার ও বৃদ্ধ দাড়াইম্বা যুদ্ধস্বরে কথা কহিতেছেন - ডাক্তার। নাড়ী নেই। বৃদ্ধ। তেমন বিশেষ শ্বাসেরও লক্ষণ নেই। খুব অল্পক্ষণ মেয়াদ । মকরধ্বজ আর মৃগনাভি দিয়ে দেখা স্বাক্ । ডাক্তার। তাই দেখুন। দু'জনে আবার ঘরে আসিলেন। বুদ্ধ খলে মকরধ্বজ ও মৃগনাভি মাড়িয়া অমৃতাকে সেবন করাইতে গেলেন। অমৃত মাথা নাড়িয়া নিষেধ করিল। অমৃতা। ও সব আর কিছু না। দেখচ না সব বাধন খুলে গিয়েচে । শুধু রথ আসতে বাকি। দেখ— বাবা এদের বেশী কাদতে দিও না, কান্নার স্বর আমার সঙ্গে সঙ্গে যাবে। ম। ও মা, আমায় কিছু বলবি নে ? অমৃত । মা আলি। এর পর আবার সব—কথা হবে। খুড়ীম, দিদিম, দাদাবাবু, সবাই পায়ের খুলে দাও। ই মা, এত অন্ধকার কেন ? ওই আলো—আলো— আলো ! রথের চাকায় আলো ! কে গা তুমি রথে বসে ? ঠাকুর, তুমি ? এই ষে যাই! অমৃতার একটি ছোট নিঃশ্বাস পড়িল, তাহার পর স্তব্ধ । চক্ষু স্থির, সৰ্ব্বাঙ্গ স্থির। বাবা । হা ভগবান, তোমার মনে এই ছিল । বুদ্ধ। স্বর্গ থেকে রথ নেমে এসেছিল তাইতে ਚੋੀ মা ! অযুত অমৃতা ! মা ! দেবী ! দেবী !