পাতা:শ্রীশ্রীকৃষ্ণকালীপদাবলী.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী।

[শুকদেব বন্দনা]

(বসন্তবাহার, সুরফাক্তা।)

বন্দে—মুনিজনগণ-নায়ক চারু হরিগুণগায়ক-শুকদেবম্,
দ্বৈপায়ন-জীবনধন যোগিবর-যোগানন্দম্; বন্দে।
বিগত-বিমোহ-ভী-মদ-কামক্রোধম্ প্রযত-যোগব্রত-ধারণম্,
সম-সুখদুখ-শীতাতপ-ভ্রম-দ্বন্দাতীত মুনীন্দ্রম্‌; বন্দে।
হরিনামামৃতরস-মগন-সঘন-ঘন হরে হরে হে মুরারে বদন্তম্‌।
মুহু মুছ মুহু মাধব মধুসূদন মধুর-নদন্তম্‌;
দর দর দর ধার-ললিত-গলিত-যুগল-লোল লোচনম্‌,
দেহি সরোজে শুকদেব শ্রীপদরজঃ—
ভবভীষণবিপদ-বিমোচনম্‌; বন্দে। ৩॥



(খটভৈরবী, একতালা।)

জয় যাদব যদুনন্দন জগবন্দন বনচারী,
(চারু) চন্দন-ঘন-চর্চ্চিত-তনু যোগিজন-মনোহারী।
বৃন্দাবন-পূর্ণচন্দ্র জয় শ্রীনন্দনন্দন,
(হরি) দীনবন্ধু দয়ার সিন্ধু সুন্দর গিরিধারী।
গোকুল-কুলকামিনী-মনোমোহন বনমালী,
রাধাধর-গলিত মধুর সুধারস পানশালী,
(কিবা) খঞ্জনযুগ নয়নে নাচে, নিরখি নারীর প্রাণ কি বাঁচে,
সাধে কি গোপীর কুলমান গেছে, বারেক রূপ নেহারি।
(কিবা) কাঞ্চনমণি মাণিকময় নুপুর শ্রীপদে সাজে,
(পেয়ে) ও চরণ-রেণু, পুলকিত-তনু, রুণুঝুনু ঘন বাজে;—