ব্যবহারকারী:Madhumita chakraborty

উইকিসংকলন থেকে

আমি মধুমিতা চক্রবর্তী যে কোন তাত্ত্বিক বিষয়ে আগ্রহ রাখি ----যেমন--ঈশ্বরতত্ত্ব, সৌন্দর্য্যতত্ত্ব, মনস্তত্ত্ব ইত্যাদি।আমাদের বেঁচে থাকার জগৎ কখনও খুব সুন্দর,কখনও বা অসুন্দর -। ব্যবহারিক জগৎকে আমি বা আমরা সৃস্টি করি। ফলতঃ তা আমাদেরই উপর প্রভাব বিস্তার করে,আমরা সাধারণভাবে নিজেরই সৃস্ট কর্মের দ্বারা কখনও সুখ অনুভব করি কখনও বা দুঃখ পাই।এই সুখ দুঃখের পালাবদল জীবনকে পরিণত করে,বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চিত হয় মনের মনিকোঠায়। সুখের অনুভূতি সদাই আনন্দময়। মানুষ বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। জন্ম মুহূর্ত থেকে শুরু হয় সময়ের অবিরাম গতিশীলতা মৃত্যু পর্য্যন্ত তা চলতে থাকে। শুধু তা---ই নয় এই পরিবেশ এবং সময় আমার অতীতেও ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে অর্থাৎ মানুষ জন্মচক্রের আবর্তনে বন্দী। নিজ-কৃত কর্মের বন্ধনে বদ্ধ। -ঈশ্বরতত্ত্ব, সৌন্দর্য্যতত্ত্ব, মনস্তত্ত্ব-এই তাত্ত্বিক ব্যাপারগুলি কখন কার দ্বারা কিভাবে সৃস্টি হয়েছিল জানিনা,মানুষ এই সমস্ত ভাবের দাস মাত্র।