পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] আচাৰ্য্য অক্ষয়কুমারের স্মৃতি-পূজা ե-ՋԳ উপাদান সংগ্রহ করা তাহার অসাধ্য। ঐতিহাসিক সত্য উদঘাটন করাই তাহার জীবনের একমাত্ৰ লক্ষ্য ।” fut wittifax cob "Mother India” পুস্তক প্রকাশিত হইলে তিনি বরেঞ্জ অনুসন্ধান সমিতির যুবক সদগুলিকে উমেশ করিয়া ভারতবরে পুরাতন সভ্যতা ও কষ্টর পুনরুজ্জীবনে সহায়তা করিতে উদ্বুদ্ধ করিয়া যে বস্তৃতা দিয়াছিলেন তাহ অক্ষয়কুমারের স্বদেশের প্রতি প্রগাঢ় শ্রদ্ধার প্রকৃষ্ট নিদর্শন। পুণ্যস্থতিবিজড়িত পুরাকীৰ্ত্তির ধ্বংসাবশিষ্ট বিচিত্র নিদর্শন পূর্ণ এই দুর্দশাগ্রস্ত ভারত যে এখনও অন্তান্ত সভ্যতাভিমানী দেশের শিক্ষাদীক্ষা সাধন-সংস্কারের শিক্ষণীয় উপাদান সংগ্ৰহ করিয়া দিতে পারে তাহাই প্রাচীন ভারতেতিহাসের আলোচনা ও গবেষণার দ্বারা উপস্থিত করিতে উপদেশ দিয়াছিলেন। - ১৯৩০ খৃষ্টাব্দে ১০ই ফেব্রুয়ারী ৬-৪৫ মিনিটে অক্ষয়কুমারের কৰ্ম্মক্লাস্ত জীবনে যবনিকাপাত হইয়াছে। अकब्रुङ्कोब्र वङ्ख्न निछ अकङ्गकैौलैिंख्छ ८७थाषेिउ করিয়া গিয়াছেন। যতদিন তাহার ‘সিরাজদ্দৌলা, ‘মীরকাশিম’, ‘ফিরিঙ্গিবণিক","গৌড়লেখমালা’, ‘জজ্ঞেয়বাদ', ও বরেন্দ্র অনুসন্ধান সমিতির কীৰ্ত্তিকলাপ সভ্যজগতের সম্মুখে সঞ্জীবিত থাকিবে ততদিন তাহার স্বতি অক্ষুণ্ণ থাকিবে। কোন মৰ্ম্মরমূৰ্ত্তি বা তৈলচিত্র ইহা অপেক্ষা অধিক মধ্যাদা দান করিতে পারে না জানি, তথাপি বঙ্গবাসী তাহার উপযুক্ত স্থতি-সমাদর করিতে ভুলিবে না।