পাতা:আনন্দ রহো.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাট্যোল্লিখিত ব্যক্তিগণ
____________

পুরুষ।
আকবারসাহ ... ... দিল্লীর সম্রাট
রাণা প্রতাপ ... ... উদয়পুরের রাণা
সেলিম ... ... আকবারের পুত্র।
মানসিংহ ... ... আকবারের সেনাপতি।
নারাণসিংহ ... ... মৃত ঝাল্লার সদ্দারের পুত্র
মন্ত্রী ... ... সম্রাটের _________
ভামশা ... ... রাণা প্রতাপের মন্ত্রী
বেতাল ... ... ****
সভাসদ্গণ, দূত, খঞ্জ, মল্ল, সেনানায়কদ্বয়, কতোয়াল, গুপ্তচর, সৈন্যগণ, প্রহরী, ভৃত্য ইত্যাদি।

স্ত্রী।
মহিষী ... ... রাণা প্রতাপের
লহনা ... ... মানসিংহের কন্যা।
যমুনা
কানুন ... ... মানসিংহের ভাগনী।
সংযোগস্থল ------ দিল্লী ও আরাবল্লী পর্ব্বত।