পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতিমাল্য ওগো কন্তু স্বখের কভু তুখের দোলে মোর জীবন জুড়ে কত তুফান তোলে, যেন চিত্ত আমার এই কথা না ভোলে তুমি আমায় ভালোবেসেছ। যবে মরণ আসে নিশীথে গৃহদ্বারে যবে পরিচিতের কোল হতে সে কাড়ে যেন জানি গো সেই অজানা পারাবারে এক তরীতে তুমিও ভেসেছ । শাস্তিনিকেতন ১ কাতিক (১৩২০] 8Wり কেবল থাকিস সরে সরে পাস নে কিছুই হৃদয় ভরে। অনিন্দভাণ্ডারের থেকে দূত যে তোরে গেল ডেকে, কোণে বসে দিস নে সাড়া সব খোয়ালি এমনি করে । জীবনকে আজ তোল জাগিয়ে মাঝে সবার আয় আগিয়ে । চলিস নে পথ মেপে মেপে, আপনাকে দে নিখিল ব্যেপে, যেটুকু দিন বাকি আছে— কাটাস নে তা ঘুমের ঘোরে। শাস্তিনিকেতন ৫ কাতিক ১৩২০] ఆమె