পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৬৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয়দেব ] سانئ ئ [ छम्नर्ुर्थ গুথাকার রাজা এবভট্টকে দেখিয়াছিলেন। সম্রাট হর্ষবর্ধনের পৌত্রীর সহিত এই বলভীরাজ ধ্রুবভট্টের বিবাহ হয় । ইনি (৬৪৩ খৃষ্টাব্দে) প্রয়াগের ধৰ্ম্মসভায় ঐহর্ষদেবের নিকট উপস্থিত ছিলেন (৭) । বাণভট্টের হর্ষচরিতে প্রহর্ষদেবের বিবাহের প্রসঙ্গ নাই, কিন্তু তৎকর্তৃক দিগ্বিজয়ের প্রসঙ্গ আছে । এরূপস্থলে বোধ হয়, তিনি সম্রাট হুইবার পর বিবাহ করেন, স্বইচ্ছায় প্রথমে বিবাহ করেন নাই । . * স্বতরাং তিনি যে বেশী বয়সে বিবাহ করিয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই। ৬৯৬ খৃষ্টাব্দের পূৰ্ব্বে তিনি রাজপদ পাইলেও ঐ সময়েই বোধ হয় তিনি সম্রাট্রপদে অভিষিক্ত হন এবং দারপরিগ্রহ করেন । সম্ভবতঃ বিবাহের পর বর্ষে তাহার কস্তা রাজ্যমর্তী জন্মগ্রহণ করেন । রাজ্যমতীর ১০ম বর্ষে ( সম্ভবতঃ ৬১৬-১৭ খৃষ্টাব্দে ) তাহার সমবয়স্ক লিচ্ছবিরাজ কুমার ২য় জয়দেবের সহিত বিবাহ হয় । শ্রীহর্ষচরিতে বাণভট্ট ও হর্ষের পরিচয় পাঠ করিলে হর্বকে অল্প বয়স্ক যুবক বলিয়া বোধ হয় না । বাণভট্ট অনেক দিন হর্ষের সভায় ছিলেন, সম্ভবতঃ বাণভট্টের মৃত্যুর পর প্রৌঢ়াবস্থায় হর্ষের বিবাহ হইয়া থাকিবে । এরূপ স্থলে ৪ ১৪১ বর্ষ বয়সের সময় ( ৬০৬৭ খৃষ্টাব্দে) হর্ষদেব বিবাহ করিয়াছিলেন । তাহা হইলে প্রায় ৫৬৫ খৃষ্টাব্দে হর্ষদেব জন্মগ্রহণ করেন । পূৰ্ব্বেই লিখিয়াছি, মাধবগুপ্ত হর্ষদেবের সহচর হইলেও তৎপুত্ৰ আদিত্যসেন সম্পকে হর্ষদেবের ভ্রাতা, এরূপস্থলে আদিত্যসেন হর্ষ অপেক্ষ ৭৮ বর্ষের ছোট ছিলেন, এরূপ ধরিয়া লsয়া যায় । এরূপ স্থলে প্রায় ৫৭০।৭১ খৃষ্টাব্দে আদিত্যসেনের জন্ম হইয়া থাকিবে । বোধ হয় আদিত্যসেনের ও তাহার কস্তাবংশীয়ের অল্পবয়সে পুত্র সস্তান হইয়াছিল। যেমন শ্ৰীহৰ্ষ ৬১০ খৃষ্টান্ধ হইতে ৬৪০ খৃষ্টাব্দের পূর্বেই অর্থাৎ ২৭৷২৮ বর্ষের মধ্যেই পুত্র, পৌত্রী ও নাতি জামাইএর মুখ দেখিয়াছিলেন, সেইরূপ আদিত্যসেনের ও (৫৭০ হইতে ৬১৮ খৃষ্টাব্দের পূৰ্ব্বে ) ৪৮৪৯ বর্ষ মধ্যে কস্তা, দৌহিত্রী ও দোহিত্রীর পুত্র হইয়াছিল, তাহ অসম্ভব নহে । মহারাজ আদিত্যসেনের শিলালিপিতে মহারাজাধিরাজ উপাধি দেখিয়াই ফ্লিটুসাহেব তাহাকে সম্রাটু বলিয়া মনে করিয়াছেন, কিন্তু কেবল মহারাজাধিরাজ নাম দেখিয়াই এক জনকে সম্রাটু বলিয়া স্বীকার করা যায় না। রাঢ়ে ও বরেজে মুসলমান আধিপত্য বিস্তৃত হইলেও যেমন বঙ্গাধিপ লক্ষ্মণসেনের পুত্র বিশ্বরূপ দেব, ক্ষুদ্ররাজ্যের অধীশ্বর হইলে ও (*) Lu Vie de Hiouen-Thsang par Stanislas Julien, p.254. _ भशब्रांजाषिब्रांण "ब्रमछल्लेब्रक डेभाषिटङ फूबिऊ श्हेबांटाइन,(v), সেইরূপ আদিত্যলেনও কেবল মগধের রাজা ছিলেন, সম্রাটু इन नहेि । [ सखब्रांछयश्* *च ८नथ । } दूझ्लग्न गां८ङ्द cन*ांगङ्गांज २ग्न अब्रध्लग्नदग्न अंछन्न ७ मांगां খণ্ডর উভয়কেই প্রাগজ্যোতিষ-বংশীয় বলিয়া স্থির করিয়াছেন, কিন্তু শ্বশুর এবং শাশুড়ীর পিত। কখন একবংশীয় হইতে পারে না । সম্ভবতঃ মহাবীর হর্ষদেব কামরূপপতি ভগদত্তবংশীয় কুমাররাজ ভাস্করবর্ধার কম্ভ অথবা ভগিনীর পাণিগ্রহণ করেন, সেই রমণীর গর্ভেই ২য় জয়দেবের পত্নী রাজ্যমর্তী জন্মগ্রহণ করেন, এই জম্ভই শিলালিপিতে রাজ্য মতী “ভগদত্তরাজকুলজা" বলিয়া বর্ণিত হইয়াছেন। ২য় জয়দেবের শিলাফলকে লিখিত আছে—তাহার মাত৷ বৎসদেবী মৃতস্বামীর উদ্দেশ্যে পশুপতির উদ্দেশে একটা রজতপদ্ম উৎসর্গ করেন । বোধ হয় এই শিলালিপি উৎকীর্ণ হইবার অনতিপূৰ্ব্বে জয়দেবের পিতা শিবদেবের মৃত্যু হয়। বিবাহ হইলেও তখন জয়দেব বালক । জয়দেবপুর, ঢাকা জেলার অস্তগত ভাবালরাজ্যের রাজ ধানী । [ ভাবাল দেখ । ] জয় জ্বল (পুং ) বিরাটভবনে ছদ্মবেশী সহদেব । জয়দ্ৰথ ( পুং ) জয়ৎ রথে যস্ত বহুব্রী । ১ সিন্ধুসোঁ বীর দেশের একজন রাজা । বৃদ্ধক্ষত্রের পুত্র। দুৰ্য্যোধনের ভগিনীপতি ও চুঃশলার স্বামী । ইনি এক সময়ে কাম্যক বনের মধ্য দিয়। শাস্বদেশে যাইতেছিলেন । সেই সময় পাওবগণও ঐ বনে ছিলেন দ্রৌপদীকে একাকী বন মধ্যে দেখিয়া তাহাকে পাইবার জন্য জয়দ্রথের ইচ্ছা হইল । তিনি পারিষদ কোটীকাস্তকে দূতরূপে তাহার নিকট পাঠাইলেন । কোট কান্ত দ্রৌপদীকে আসিয়া বলিলেন, “আমি সুরথ রাজার পুত্র, অামার নাম কোটিকাস্য । সিন্ধুদেশাধিপতি রাজা জয়দ্ৰথ আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন, আপনি কে ? কাহার দুহিতা এবং কাহারই বা ভাৰ্য্য, তাহ জানিতে তাহার একান্ত ইচ্ছা ।” দ্রৌপদী আপনার পরিচয় দিলেন । তাহ গুনিয়া জয়দ্ৰথ দ্রৌপদীকে হরণ করিয়া আনিবার চেষ্টা করেন । কিন্তু ভীম ও অর্জনের হস্তে তিনি বিশেষরূপে অবমানিত হইলেন। উভয় ভ্ৰাতায় জয়দ্রথের মাথা মুড়াইয়া দেন। জয়জথ সেই অবমাননার প্রতিশোধ লইবার অভিপ্রায়ে গঙ্গাস্বারে যাত্রা করিলেন । এখানে আসিয়া শঙ্করের তপস্তা করিতে লাগিলেন, “মহাদেব তপে সন্তুষ্ট হইয় তাহাকে বর গ্রহণ (*) See-The Sena kings of Bengal, by N, Basu.