পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৬৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जब्रम भङ्ग [ ৬৬৯ ఉక్స్ల 蠶 করিত্বে বলিলেন। তিনি বলিলেন "ভগবন। আমি পঞ্চ পাওৰকে যুদ্ধে পরাজয় করির ” মহাদেব বলিলেন, “ন, তুমি অর্জুন ব্যতীত পাগুবদিগকে পরাজয় করিতে পরিবে । প্রকৃষ্ণ অর্জুনকে সৰ্ব্বদা রক্ষা করেন, এই জন্ত অর্জুন দেবগণেরও অজেয় । অতএব আমি বর প্রদান করিতেছি, একদিন ভূমি অর্জুন ব্যতীত সসৈন্ত পাওব চতুষ্টয়কে পরাজয় করিতে সমর্থ হইবে।” তদনুসারে যে দিন দ্রোণাচাৰ্য্য চক্রবৃহ নিৰ্ম্মাণ করিয়াছিলেন, সেইদিন বৃহদ্বার রক্ষক হইয়া তিনি পাওব চতুষ্টয়কে সমরে জয় করেন। সেই চক্রবৃহ মধ্যে अनशंङ्ग ७धविडे अङिभश निश्ऊ श्न । यहे छछ अडकूंन জয়দ্রথকে অভিমস্থ্যর মৃত্যুর কারণ স্থির করিয়া তাহাকে বিনাশ করেন । জয়ন্ত্রখের পিতা পুত্রকে বর দিয়াছিলেন যে কেহ ইহার মস্তক ভূতলে নিপাতিত করিবে, তখনই তাহার মস্তক শতধা চুৰ্ণ হইবে। অৰ্জ্জুন কৃষ্ণের মুখে এই কথা শুনিয়া ইহার মস্তক শরীর হইতে বিমুক্ত করিয়া কুরুক্ষেত্রসন্নিহিত সমস্তুপঞ্চকস্থ তপপরায়ণ বুদ্ধক্ষত্রের অঙ্কে স্থাপন করেন । বৃন্ধক্ষত্র তপস্তান্তে উঠিবামাত্র মস্তক তাহ কর্তৃক ভূপতিত হয়। সুতরাং তাহারই মস্তক শতধা বিদীর্ণ হইয়া যায় । ( ভারত বন ও দ্ৰোণ ইহার পুত্রের নাম সুরথ । ২ এক জন কাশ্মীর দেশীয় বিখ্যাত কবি, ইহার গুরুর নাম স্বভটদত্ত, শিব ও সঙ্গধর । ইহার পুৰ্ব্বপুরুষগণ সকলেই সু পণ্ডিত ও কাশ্মীররাজ যশস্কর, অনন্ত, উচ্ছল প্রভৃতির সচিব ছিলেন । ইহার পিতার নাম শৃঙ্গাররথ, তিনিও রাজরাজের সচিব ছিলেন । ইহার জ্যেষ্ঠ সহোদর জয়রথকৃত তন্ত্রালোকবিবেকগ্রন্থে ইহাদের পূর্বপুরুষগণের পরিচয় বর্ণিত আছে। J -- জয়নয়েন্দ্রসিংহ এই দুর্গে আশ্রয় পাইয়াছিলেন। অল্পমান হয়, জয়নগর এক সময়ে অতি প্রসিদ্ধ স্বাম ছিল । । ৩ বঙ্গদেশে দ্বারভাঙ্গ জেলায় অন্তর্গত একটী ক্ষুদ্র নগর । অক্ষা ২৬° ৩৪' ৪৫" উঃ, জাম্বি" ৮৬• ১১% পুঃ । নেপালসীমান্তে কয়েক মাইল দক্ষিণে কমলা নদীর কিঞ্চিৎ পুৰ্ব্বে অবস্থিত। এখানে একটী মৃত্তিক-নিৰ্ম্মিত দুর্গ আছে। বাঙ্গালার মুবাদার আলাউদ্দীন ১৫৭৩ খৃঃ অব্দে পাৰ্ব্বতীয়দিগের আক্রমণ হইতে দেশরক্ষার নিমিত্ত দুর্গট নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । নেপালযুদ্ধের সময়ে ইংরাজগণ এই ফুর্গের নিকটে শিবির সংস্থাপন করিয়াছিলেন । এখানে নীল ও চিনির দুইট কুঠি ছিল ; এখন তাহ বন্ধ হইয়া আছে। নরায় হইতে দ্বারভাঙ্গা পৰ্য্যস্ত যে রাস্তাটা প্রস্তুত হইয়াছে, তদ্ধার জয়নগর হইতে জেলার সর্বত্র যাতায়াতের বিলক্ষণ সুবিধা হইয়াছে। জয়নগরের নিকটে শিলানথ নামক গ্রামে বৎসর বৎসর একটা মেলা হয়। ৪ বঙ্গদেশে চব্বিশ পরগণার অন্তর্গত একটা নগর । অক্ষা ২২° ১০ ৫৫ উঃ, দ্রাঘি’ ৮৮° ২৭ ৪০" পূঃ । এখানে মিউনিসিপালিটি, পুলিস, থান এবং একটা ইংরাজী স্কুল আছে । পূর্বে এই স্থানের নিম্ন দিয়া ভাগীরথী প্রবাহিত হইত। এখন গঙ্গ অপস্থত হওয়ায় তথায় কতকগুলি বিল হইয়াছে। একটা ঝিলের তটে কতিপয় দেবমন্দির আছে। জয়নগরে প্রতাপাদিত্য কর্তৃক নিৰ্ম্মিত একটা দেবমন্দির আছে, কিন্তু তাহাতে কোনও বিগ্রহ নাই। এখান হইতে খদিরপুর পর্য্যন্ত একটা খাল আছে, তদ্বারা কলিকাতায় যাতায়াত চলে । জয়দ্রথের মহামাহেশ্বর ও রাজানক উপাধি ছিল। ইনি | জয়মনী, হুক্তিকর্ণামৃত স্থত একজন প্রাচীন কবি । হরশিবচিস্তামণি, অলঙ্কারবিমশিনী ও অলঙ্কারোদাহরণ প্রভূতি জয়নরেন্দ্রসিংহ, পাটিয়ালার একজন মহারাজ । ইনি এক ংস্কৃত গ্রন্থ রচনা করেন। ৩ বামকেশ্বরতন্ত্রবিবরণ নামে সংস্কৃত গ্রন্থকার । ৪ এক খানি যামলের নাম । জয়ধৰ্ম্মন ( পুং) একজন কুরুসেনাপতি। (ভারত ৭১৫৬) জয়ধ্বজ (পুং ) কাৰ্ত্তবীৰ্য্যার্জনের পুত্র, অবস্ত্রীর এক রাজা । ইহার পুত্রের নাম তালজঙ্ঘ । ( লিঙ্গপু ৬৮১২ ) জয়ন ( ক্লী) জীয়তে হনেন করণে-লুটু। ১ আশ্বাদির সজ্জা । তাবে লুন্টু। ২ জয় । জয়নগর, ১ মানভূম জেলার একট পরগণা। পরিমাণ প্রায় ৩.৩৯ বর্গ মাইল । ২ মগধপতি ইন্দ্ৰস্থ্যমের দুর্গ। প্রবাদ অাছে, डिनि মুসলমানদলপতি মখদুম মৌলাগায়ুর কর্তৃক পরাজিত হইয়া WI ১৬৮ জন মুকবি ছিলেন। ১৮৪৫ খৃষ্টাব্দে ইহার পিতা করম্ সিংহের মৃত্যু হইল ইনি সিংহাসনে আরোহণ করেন। শিথযুদ্ধকালে ইনি বুটশগবর্মেন্টের যথেষ্ট্র সাহায্য করিয়াছিলেন, তজন্ত বৃটিশগবর্মেন্ট ১৮৪৬ খৃষ্টাৰে ইহাকে ত্ৰিশ হাজার টাকা আয়ের একটা জায়গীর প্রদান করেন। তিনি আপনার রাজ্য মধ্যে অপর সকল প্রকার পণ্যদ্রব্যের মাস্থল ॐाँझे ब्रt দেওয়ায় বৃটিশগবর্মেন্ট পর বর্ষে লাহোররাজের অধীন কতকগুলি সম্পত্তি কাড়িয়া লইয়া রাজা নরেন্দ্ৰসিংহকে প্রদান করেন । শিপাহী যুদ্ধের সময়েও ইনি ইংরাজদিগকে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন, তজ্জন্ত ইনি দুই লক্ষ টাকা আয়ের বজ্ঞর রাজ্য ও গুরুবাহুজমে দত্তকগ্রহণের ক্ষমতা প্রাপ্ত হন। ১৮৬১ भुटेप्श ४ण नप्दचत्र हेनि G.c S. ! डेथाथि गोड कप्क्रन ।