বিষয়বস্তুতে চলুন

পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাখি থাকতে বাবুইপাখিদের কেন যে কাকমশায় তলব দিলেন তা এখুনি বুঝবে। সব পাখির সভায় উপস্থিত হলে কাকমশায় বলতে শুরু করলেন। র্তার সামনে আর কেউ কিছু বললে কাক বড়ো চটতেন, তাই যা কিছু বলবার তিনিই বলতেন, বাকি সব পাখিরা শুনে যেত। শুরুতেই কাক বাবুইপাখিদের বাসা তৈরি করবার ক্ষমত যে চিনে-বুলবুলের চেয়ে ঢের বেশি, তা বলে বাবুইদের বেশ একটু খুশি করে দিলেন। পাখিদের মধ্যে বাসা বাধার কারিগুরি নিয়ে ভারি রেষারেষি চলত, কাক সেটা জানতেন । তিনি বললেন, আর সব পাখি বাসা বাধে বটে, কিন্তু এক বাবুই ছাড়া আর কেউ তাদের বাসা কাদা দিয়ে পরিষ্কার করে নিকোয় না বলে, তাদের বাসায় বাটির মতো জল ধরে রাখা চলে না।’ কাক ঘাড় উচিয়ে আরো কী বলতে যাচ্ছেন, এমন সময় চুলবুল করে বুলবুলির মা একদিক থেকে বলে উঠল, ডিম ধরবার জন্যেই তো বাসা, জল ধরতে আবার বাসা বাধে কে ? বাবুইপাখির কাগামশায়ের লেকচার শুনে খুব ডানা তালি দিচ্ছিল, হঠাৎ থেমে গেল। কাগা একটু ভড়কে গিয়ে, দু-এক ঢোক জল খেয়ে নিয়ে, আবার বললেন, ‘কাদার দেয়াল দেওয়াতে বাসা কী রকম গরম থাকে, সেটা ভেবে দেখ ? বুলবুলি অমনি বলে উঠল, 'বেনে জল বাসায় ঢুকে যদি বার হয়ে না যায়, তবে আণ্ডাবাচ্ছা জলে ডুবে যাবে, চোখে দেখতে পাচ্ছি।’ কাক বুলবুলিকে একটা শক্ত রকম জবাব দেবেন ভাবছেন দেখে বুলবুলি বললে, “আর এক ঢোক জল খেয়ে নাও না গে৷ ” কাকমশায় সত্যিই আর এক ঢোক জল খেয়ে চাঙ হয়ে এবার জবাব দিলেন, ‘বুলবুলির বাস। যদি গোলদিঘির জলে ছেড়ে দেওয়া যায়, তবে জল ঢুকে সেটা আণ্ডা-বাচ্ছা মৃদ্ধ ভুস করে ডুবে যাবে আর বাবুইবাসা ভাসতে থাকবে, শুকনো খটখটে হেন রাজহাসের পিঠ ? এবার বাবুইপাখিরা সবাই একসঙ্গে ডান তালি ঠোট তালি দিতে >8ぐり