পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারাচ [ ૭8 ] নারাচরস • তিনি রাজত্ব করেন। তাহারই নামানুসারে এই রাজ্য নারফুিহ নামে বিখ্যাত হইয়াছিল । নরসিংহ, এই নগর পঞ্জাবের শেখোপুরের ৯ মাইল দক্ষিণে, অস্ক্লরের ২৫ মাইল পূৰ্ব্বদক্ষিণপূৰ্ব্বে অবস্থিত। নরসিংহ ও রাণসি সম্ভবতঃ একই স্থান । এই স্থানে একট প্রকাণ্ড গড়ের ভগ্নাবশেষ এখনও বিদ্যমান আছে । নরসিংহগড়, ভূপালের কর্তৃত্বাধীন, মধ্যভারতের একটা করদ রাজ্য। পরশুরাম এই রাজ্যের স্থাপয়িত । ইহার রাজধানীর মামও নারসিংহুগড়। এখানে পাহাড়ের উপর একটী দুর্গ আছে। ২ মধ্যপ্রদেশের দামো জেলার একটী পুরাতন নগর। অক্ষা ২৩°৪৯′ উঃ হইতে দ্রাঘি” ৭৯২৬ পূঃ মধ্যে এবং দামোর ১২ মাইল উত্তর-পশ্চিমে কুনার নদীতীরে অবস্থিত । মুসলমানেরা এই স্থানের চুর্গ ও মসজিদ প্রস্তুত করিয়াছিল, ইহার এই নগরকে নসরৎগড় কহে । কিন্তু মহারাষ্ট্ৰীয়ের নরসিংহগড় নাম দিয়া থাকে। নারসিংহবপুস্ (পুং) নরসিংহরূপী বিষ্ণু (ভারত ১৩১৪৯১৬) নারা (স্ত্রী) নয়ন্ত মুনেরিয়ং, নর-অ (তস্তেদম। পা ৪,৩১২ ) ততষ্ঠাপ্ত। জল। “আপো নারা ইতি প্রোক্ত আপো বৈ নরস্থলবঃ ” (মনু ১১০) এই শ্লোকের টাকায় কুল্পকভট্ট নারী’ শঙ্গের ব্যুৎপত্তি স্থলে এইরূপ লিখিয়াছে, নর-অর্ণ তাহার পর টাপূ করিয়া ‘নারী হইয়াছে, অব্‌ প্রত্যয় করিলে টপ্‌ না হইয়া উপৃ হয়, এই সাধারণবিধি, এই স্থলে তাঁহা হইলে নারা ন৷ হইয়া নারী এইরূপ পদ হয় । কিন্তু বেদ ও স্মৃতির প্রয়োগে বিকল্পে একপক্ষে টাস্ হইয়া নারা পদ সিদ্ধ হইল । “যদ্যপি অণিকতে উীপ প্রতায়ঃ প্রাপ্তস্তথাপি ছান্সলক্ষণৈরপি স্মৃতিসু ব্যবহারাৎ সৰ্ব্বে বিধয়শনসি বিকল্পস্তা ইতি পাক্ষিকোঙীপ প্রত্যয়ঃ । তস্তাভাবপক্ষে টাপি কৃতে নারা ইতি রূপসিদ্ধিঃ।’ (মনু ১১০ কুল্লক ) নারাচ (পুং) নারং নরসমূহমাচামতীতি চমু অদনে ড। (অন্তেস্থাপি gখতে। পা ৩২।১০১ ) সকল প্রকার লৌহময় বাণ, লৌহ নিৰ্ম্মিতবাণমাত্রষ্ট নারাচপদবাচ্য। পৰ্যায়—প্রস্কৃেড়ন, লৌহনাল। ( শঙ্করত্নী" ) “সৰ্ব্বলোঁহাস্থ যে বাণ মারাচাস্তে প্রকীৰ্ত্তিতাঃ । পঞ্চভিঃ পৃথুলৈঃ পক্ষৈযুক্তাঃ সিধ্যক্তি কস্তচিৎ।" ( বৃহৎ শাঙ্গধর ) যে সকল বাঁশের সর্বাঙ্গ লৌহময়, সেই সকল বাণের নাম মায়াচ। শয়ের বাণে যেমন ৪টা পক্ষ আবদ্ধ থাকে, এই নায়াচ ஆr_ বাণে লেই প্রকার ৫টা পক্ষ আবদ্ধ থাকিবে। পক্ষগুলি শরবাণ অপেক্ষ মোট ও বড়। এই নারাচ বাণ আয়ত্ত করা দুরূহ। ২ ফুর্দিন । ৩ ছন্দোবিশেষ। এই ছন্দের প্রতি চরণে ১৮ট করিয়া অক্ষর থাকিবে । তাহার মধ্যে ৭৯১০৷১২১৩ ১৫১৬১৮ বর্ণ গুরু, এতদ্ভিন্ন বর্ণ সকল লঘু। ইহার লক্ষণ— “ইহ ননরচভূক্ষস্থষ্টস্তু নারাচমাচক্ষতে।" ( ছন্দোয়” ) ' উদাহরণ— “দিনকরতনয়াতটীকাননে চারীসঞ্চারিণী শ্রবণনিকটকৃষ্টমেণেক্ষণ কৃষ্ণ রাধা ত্বয়ি। নমু বিকিরতি নেত্রনারাচমে যাতি হচ্ছেদনম্। তদিহ মদনবিভ্রমোদভ্রান্তচিত্তাবধৎস্ব দ্রুতম্।।” ( ছন্দোম” ) নারাচস্কৃত (ক্লী) স্বতেষধভেদ। প্রস্তুত প্রণালী—স্থত একসের, কন্ধাৰ্থ চিতামূল, ত্রিফল, দন্তীমূল, তেউড়ীমূল, কণ্টকারী, সিজআটা, বিড়ঙ্গ প্রত্যেক দ্রব্য দুই তোলা, পাকের জল /৪ সের। পরে যথানিয়মে ঘ্নত পাক করিবে। এই স্কৃত দুই তোলা মাত্রায় সেবন করিতে হয়। অনুপান উষ্ণজল, স্কৃতযুক্ত যবাগু, দুগ্ধসাধিত পেয়া বা জাঙ্গলমাংসের যুদ্ধ । যথানিয়মে এই ঘৃত পান করিলে বাত, গুল্ম, প্লীহা, উদাবৰ্ত্ত, অৰ্শ, গ্ৰহণী প্রভৃতি রোগসমূহ প্রশমিত হয়। ( ভৈষজ্যরত্না" গুল্মরোগাধি” ) অন্তবিধ—স্থত একসের। কবীর্থ সিঙ্গের আটা, দস্তীমূল, ত্রিফল, বিড়ঙ্গ, কণ্টকারী, তেউড়া, চিতামূল, প্রত্যেক ১ তোলা ৬ মাস ২ রতি। ব্যবহারমাত্র ১ তোলা । অনুপান উষ্ণ জল । বিরেচনাস্তে সুখোষ্ণ পেয় প্রস্তুত করিয়া দিবে। এই ঘৃত সেবন করিলে উদরাময় ভাল হয় । (ভৈষজ্যরত্না” উদরাধি) ২ উদররোগের ঘুতেষধভেদ। প্রস্তুত প্রণালী--ত্বত /৪ সের। কন্ধাৰ্থ লোধ, চিতামূল, চই, বিড়ঙ্গ, ত্রিফল, তেউড়ী, চোরবাকচী, আতইচ, ত্রিকটু, বন্যমানী, হরিদ্র, দারুহরিদ্র, দন্তীমুল, প্রত্যেক ২ তোলা, গোমুত্র /১ সের, সিজের আট ৪ পল, সোদালমজ্জা ৪ পল। জল ১৬ সের। এই স্থতকে বৃহন্নারাচত্বত কহে । এষ্ট ত্বত পান করিলে উদর ও আমবাত প্রভৃতি নানা রোগের শান্তি হয়। ( ভৈষজ্যর’ উদরাধিকা” ) ণ (ক্লী) চুণেীর্ষধ ভেদ। প্রস্তুত প্রণালী—চিনি এক পল, তেউড়ী এক পল, পিপুলচুৰ্ণ ২ তোলা, এই সকল চূৰ্ণ করিয়া মধুর সহিত ভোজনের পূৰ্ব্বে ২ তোলা পরিমাণে অললেছ করিলে উদাহৰ্ত্তরোগ নষ্ট হয় । (ভৈষজ্যরত্না" উদাবর্ভানাহাধি”) নারাচরস (পুং ) ঔষধভেদ। প্রস্তুত প্রণালী—পার, গন্ধক, মরিচ প্রত্যেক এক এক ভাগ, সৰ্ব্ব সমান নিস্তত্ব জয়পাল । এই সকল সিজের অটোয় ৩ দিন মর্দন করিয়া নারিকেলের