পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারাশংস [ ৪৯ ] নারিকেল জনাননার সম্পন্নপি ৰা। ২ তৃদেবতা পিতৃগণ । নারায়ণী সমাখ্যাত নরনারীপ্রবৰ্ত্তিক ॥ “অখ যদি নারাশংসেৰু সন্ন কিঞ্চিাতে পিতৃভাং নারীবসত্যদৃষ্ট সৰ্ব্বেষু ভূতেম্বন্তৰ্হিতা যতঃ । শংসেভ্যঃ” (শত” ব্ৰা” ১২|৬৩৩ ) ৩ পিত্র্য চমসস্থিত সোম। দেব্য ব্যাপ্তমিদং সৰ্ব্বং জগৎস্থাবরজঙ্গমম্।।” ( দেবীপু ) ২ লক্ষ্মী। নাম-নিরুক্তি এইরূপ আছে— “যশসা তেজসা রূপৈ নারায়ণসমাগুণৈঃ । শক্তিনারায়ণন্তেয়ং তেন নারায়ণী স্থতাঃ।” (ব্রহ্মবৈ” প্রকৃতিখ• ১৫ অ” ) যশ, তেজ, রূপ ও গুণ প্রভৃতিতে নারায়ণের তুল্য এবং নারায়ণের শক্তি এই জন্য লক্ষ্মীকে নারায়ণী কহে । “নারায়ণাৰ্দ্ধাঙ্গভূত তেন তুল্য চ তেজসা । তদা তন্ত শরীরস্থা তেন নারায়ণী স্মৃত ॥” (ব্রহ্মবৈ শ্ৰীকৃষ্ণজন্ম" ২৭ অ” ) নারায়ণের অৰ্দ্ধাঙ্গস্বরূপ, তেজঃ প্রভৃতিতে নারায়ণের তুল্য এবং সৰ্ব্বদা নারায়ণশরীরে অবস্থিত আছেন, এই জন্ত ইহাকে নারায়ণী কহে । ৩ শতাবরা । ( ছেম ) ৪ গঙ্গা। (কাশীথ ২৯৯৭) ৫ মুদগলমুনিপত্নী । ৬ খ্রীকৃষ্ণের সেনাভেদ। শ্ৰীকৃষ্ণ ভারতযুদ্ধে এই নারায়ণীসেনা দুর্য্যোধনের সাহায্যের জন্ত দেন এবং স্বয়ং পাগুবপক্ষ অবলম্বন করেন । ( ভারত ) নারায়ণী, মধ্যপ্রদেশে গীৰ্ব্বাণ তহসীলের অন্তর্গত একটা স্থান। বান্দার ১০ ক্রোশ দূরে অবস্থিত। এখানে ৫টা প্রাচীন দেবমন্দির আছে। নারায়ণীতত্ত্ব, একখানি প্রাচীন তন্ত্র। তন্ত্রসার, আগমতত্ত্ববিলাস, প্রাণতোষিণী প্রভৃতি গ্রন্থে এই তন্ত্র উদ্ধৃত হইয়াছে। নারায়ণীয় (ত্রি) নারায়ণস্তোদং নারায়ণ-ছ। ১ নারায়ণ সম্বন্ধী। -২ তদুপাখ্যান, নারদ ও নারায়ণ ঋষির উপাখ্যান। মহাভারতের শাস্তিপর্কে এই আখ্যান ৩৩৬ অধ্যায় হইতে আরম্ভ কয়িয়া ৩৪৮ অধ্যায় পর্ষ্যস্ত লিথিত আছে । ৩ তৎপ্রতিপাদক উপনিষদ্ভেদ । নারায়ণেন্দ্রসরস্বতী, ১ পূর্ণচন্ত্রোদয় নামে বৈদাস্তিক গ্রন্থ রচয়িত । ২ শতপথব্রাহ্মণের একজন ভাষ্যকার । নারায়ণেন্দ্রস্বামী, শঙ্করাচার্যবিরচিত পঞ্চরত্বের একজন টীকাকার । নারায়ণোপনিষদ (স্ত্রী) উপনিষদ্রভেদ। [ নারায়ণ দেখ। ] নারাশংস (পুং) নরৈরাশংস্ততে তা-শব্দ কৰ্ম্মণি ঘঞ, নরাশংসাঃ পিতরঃ তেষামভয়ং অণু। ১ পিতৃদিগের সোমপানত্ত্বাধন চমস । “তে নারাশংসা অা বৈশ্বদেবাৎ" ( কাতা শ্রেী” ৯১২৮) ‘তে চমস নারাশংস সংজ্ঞা ভবতি । কৰ্ক ) X ు • “মনোন্ত হবামছে নারাশংসেন সোমেন" ( কু * ०॥&१l० ) “নারাশংসেন চমসগতেন সোমেন। নরৈঃ শস্তস্তে ইতি নরাশংসা পিতরঃ তেষাং চমলানাং কম্পনমেব হোমঃ’ ( সায়ণ ) ৪ মন্ত্রভেদ । “যেন নরাঃ প্রশস্তন্তে স নারাশংসে মন্ত্রঃ" ( নিরুক্ত ৯৯ ) এই মন্ত্রের দেবত রুদ্র । ( যাজ্ঞ’ ১৪৫ ) নারিক (ত্রি ) ১ জলীয় দ্রব্য। ২ আধ্যাত্মিক। নারিকল (নারকল) মাম্রাজ প্রসিডেন্সির অধীন কোচীন রাজ্যের অন্তর্গত একটী নগর ও বন্দর। অক্ষা” ১০° ২ ৩০" উঃ ও দ্রাঘি” ৭৬° ১২' পূঃ । কোচীন সহর হইতে দেড়ক্রোশ পশ্চিমে অবস্থিত। সমুদ্রের ধারে ২॥• আড়াই মাইল স্থান:কাদারপাড় দিয়া উচ্চ করা অাছে। তাহারই ধার দিয়া জাহাজঙ্গি যাতারাত করে। এই কাদার পাড় থাকায় প্রবল বাতাস বহিলেও এখানকার জল অনেকটা স্থির থাকে। এই জন্ত যে সময় অপরাপর বন্দরে জাহাজ থাকিতে পারে না, তৎকালে এখানে নিরাপদে জাহাজ যাতায়াত করিয়া থাকে । মারিকের (পুং ) নারিকেলঃ লন্ত রঃ । নারিকেল। ( শঙ্কর' ) নারিকেল (পুং ) কিল শৈত্যে ক্রীড়নে চ, ভাবে ঘএ, পুষোদরাদিত্বাৎ হ্রস্বঃ স্বনামখ্যাত বৃক্ষবিশেষ । (Cocos nucifera) পৰ্যায়—লাঙ্গলী, নারিকের, নাড়িকেল, নারীকেল, নারীকেলী, নারীকেরী, নারিকেলি, সদাপুষ্প, শিরঃফল, নারিকেল, রসফল, সুতুঙ্গ, কুর্কশেখর, দৃঢ়নীল, নীলতরু, মঙ্গল্য, উচ্চতরু, তৃণরাজ, স্কন্ধতরু, দক্ষিণাত্য, দুরারুহ, ত্র্যম্বকফল, দৃঢ়ফল, কুষ্ঠশীৰ্ষক, তুঙ্গ, স্কন্ধফল, উচ্চ, সদাফল, শিরাফল, করকান্তস, পয়োধন, মৎকুণ, কৌশিকফল, ফলমুণ্ড, চটাফল, মুগুফল, বিশ্বামিত্রপ্রিয়, নারকেল, সুভঙ্গ, ফলকেসর। ( রাজনি" শব্দর” ভাবপ্রকাশ ) এই বৃক্ষ ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে অভিহিত হইয়৷ থাকে। বাঙ্গালায় নারিকেল বা নারকল, অপঙ্কাবস্থায় ডাব ও পঙ্কাবস্থায় ঝুনা, পশ্চিমাঞ্চলে নারেল বা নারিয়েল, গুজরাতে নালিয়ের, নারিয়ল বা ঝাড়, বোম্বাইঅঞ্চলে নারেল, নার বা মহাড়, মহারাষ্ট্রে নারেল, নারেলমাড়, তেঙ্গিনৃমার, দ্রাবিড়ে তেল্ল, তেঙ্গ, তোঙ্গায় ; তৈলঙ্গে নারিকড়ম, তেক্কায়াচেন্তু, গুড নারিকড়ম্, কাণাড়ায় তেঙ্গি নরার, মহিমুরে নার, আরবে শজরাতুন নারঞ্জিল, জোঁজে-হিন্দী, পারস্তে দরথতে নাগিল, সিংহলে তাম্বিলি ও ব্রহ্মে ওঙ্গ বা উজ বিন্‌ কহে । 39