পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মারোবাল । তাহার যে দোকান ছিল তাহ উঠিয়া যায়। ১৮৬৯ খৃষ্টাব্দে তিনি বোম্বাই প্রত্যাগত হইলে, বোম্বাইয়ের সভা তাহাকে একটা অভিনন্দনপুর, মুদ্রাপরিপূর্ণ একটা থলি ও তাহার প্রতিমূৰ্ত্তি উপহার দেন। সেই অর্থে তিনি পুনরায় ব্যবসা আরম্ভ করেন। ১৮৭২ খৃষ্টাব্দে তিনি বোম্বাইয়ের মিউনিসিপালিটার সংস্কার সম্বন্ধে বিশেষ পরিশ্রম করিয়াছিলেন। ১৮৭৪ খৃষ্টাব্দে বরোদার দেওয়ান নিযুক্ত হন। একবৎসর পরেই তিনি ঐ পদ ত্যাগ করেন। ১৮৭৫ খৃষ্টাব্দে বোম্বাইয়ের মিউনিসিপালিটীয় সভ্যপদে নির্বাচিত হন। তাহার দশবর্ষ পরে বোম্বাই-আইন-প্রণয়নসভার সভ্য হইলেন। ইহার কিছু দিন পরে তিনি বিলাতে পার্লিয়ামেণ্ট-সভার সভ্য হইবার বাসনায় ইংলগু যাত্রা করেন। ১৮৮৬ খৃষ্টাব্দে তিনি ফিন্সবারির হল্যর বিভাগের জন্য যে দরখাস্ত করেন, উহ! পার্লিামেন্টের উদার-নৈতিক মেম্বরগণ কর্তৃক গৃহীত হয়। ১৮৯২ খৃষ্টাব্দে তিনিই ভারতবাসীর মধ্যে সৰ্ব্বপ্রথম পালিয়ামেণ্টে প্রবেশাধিকার লাভ করেন। তাহার দুষ্ট বর্ষ পরে তিনি ভারতীয় জাতীয় মহাসমিতির সভাপতি হইয়া ভারতে আগমন করেন। ভারতবাসী অতি সম্মানের সচিত তাহার অভ্যর্থনা করিয়াছিলেন। তিনি অতিশয় উদ্যমশীল ও স্বদেশবৎসল । নারোজী পণ্ডিত, বিশ্বনাথ পণ্ডিতের পুত্র। ইহার রচিত লক্ষণরত্নমালিকা নামে ধৰ্ম্মশাস্ত্র, লক্ষণশতক কাব্য ও মুক্তিমালিকা নামে সংস্কৃত কবিতাসংগ্রহ পাওয়া যায়। নারাবার (নরবার)—মধ্যভারতে গোয়ালিয়র রাজ্যের অন্তর্গত একট নগর । অক্ষা ২৫° ৩৯′ ২ উঃ এবং দ্রাঘি’ ৭৭ ৫৬ ৫৭ পূ: সিন্ধুনদের দক্ষিণ তীরে, গোয়ালিয়রের ৪৪ মাইল দক্ষিণে অবস্থিত । ইহা অতি প্রাচীন নগর । খৃষ্টীয় ৯ম শতাবো নরবারের কচ্ছবহের চিতোর রক্ষার্থে গমন করে, এই রূপ শুনা যায়। এখানকার দুর্গ দুর্ভেদ্য ও সুদৃশু। ফেরিস্তার মতে ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে এই দুর্গ নিৰ্ম্মিত হয়। অল্প দিন পরেই নাশিরউদ্দীন ঐ দুর্গ অধিকার করিয়া লয়েন। ১৫০৬ খৃষ্টাব্দে ইহা দিল্লীর সম্রাট্র সিকন্দরলোদীর হস্তগত হয় বটে, কিন্তু অল্প কাল পরেই আবার হিন্দুদিগের শাসনাধীন হয়। গত শতাব্দীর শেষভাগে মহারাষ্ট্রায়েরা নরবার অধিকার করে এবং ১৮০৫ খৃষ্টাব্দে আলাহাবাদের সন্ধি দ্বারা ইহা দৌলতরাও সিনিয়ার কর্তৃত্বাধীনে আইসে। ইহার নিকটবৰ্ত্তী পাহাড়ে চুম্বকের আকর আছে। মারোবাল, পঞ্জাবের শিয়ালকোট জেলার অন্তর্গত একটা নগর। শিয়ালকোট নগর হইতে ১৭ ক্রোশ দক্ষিণপূৰ্ব্বে অবস্থিত । অক্ষা” ৩২ ৬ উঃ, দ্রাঘি” ৭৪” ৫৫' পূঃ ! এই নগরে هون ] J নার্যদ প্রায় ৫ হাজার লোকের বাস। এখানে অনেক পাকা বাড়ী ও তাল পথ ঘাট আছে। চামড়ার ব্যবসার জন্য এই স্থান প্রসিদ্ধ। এখানে অতি উৎকৃষ্ট ঘোড়ার সাজ ও জুতা প্রস্তুত হয়। এখানে ডাকঘর, গবর্মেন্ট স্কুল, থান, মুন্সেফি আদালত ও শরাই আছে। নাৰ্ত্তিক (ত্রি) নৰ্ত্ত ছেদাদিত্বাৎ ঠঞ। অতীক্ষনৰ্ত্তনা, অতিশয় নর্তনযোগ্য । ( পা ৫।১।৬৪ ) - নাপত্য (ত্রি) রাজসম্বন্ধীয়। ( পা ৮,৩১৫ ) মার্মত (পুং) পিতৃসম্বন্ধীয়, পুৰ্ব্ব পুরুষের নাম হইতে উৎপন্ন । ( পা ৮২৯ ) নাম্মদ (পুং ) নৰ্ম্মদাসস্তব বণিলিঙ্গ ভেদ । যে সকল বাণলিঙ্গ নৰ্ম্মদা নদীতে পাওয়া যায় । “প্রশস্তং নাম্মদং লিঙ্গং পঙ্কজম্বুফলাকৃতি । মধুবৰ্ণং তথা শুরুং নীলং মরকতপ্রভস্ ॥ হংসডিম্বাকৃতি পুনঃ স্থাপনায়াং প্রশস্ততে । স্বয়ং সংস্রবতে লিঙ্গং গিরিতে নৰ্ম্মদাজলে ॥" ( হেমাদ্রি” ) যে বাণলিঙ্গের আকারপক জন্তু,ফলের ন্যায়, তাহাই প্রশস্ত। { নৰ্ম্মদাসম্ভব ও বাণলিঙ্গ দেখ। ] (ত্রি ) ২ নৰ্ম্মদাসম্ভবমাত্র। ৩ নৰ্ম্মদাপ্রবাহিত জনপদের রাজা । (হরিব• ) নামর (পুং ) অসুরভেদ। ইন্দ্র এই অসুরকে হনন করেন। "যে নাৰ্মরং সহবস্থং নিহস্তবে” ( ঋক্ ২।১৩৮ ) 'নুন মনুষ্যান্মারয়তীতি নৃমরঃ কাশ্চিদম্বর, তস্থাপত্যং নাৰ্শ্বরঃ ।’ ( সায়ণ ) নাৰ্ম্মিন (ত্রি) নৰ্ম্মযুক্ত। স্কিয়াং উপ। “অ যঃ পুরং নাৰ্ম্মিণীমদীদেৎ" ( ঋক ১৷১৪৯৩) “যোইগ্লিনাৰ্ম্মিণীং নৰ্ম্মবতীং' ( সায়ণ ) নমেধ ( ক্লী ) সামভেদ । নার্যা (পুং ) ১ নরহিতকারীর পুত্র। સrt” (શિર નારદારજ ) 'নাৰ্য্যস্য নরহিতো নর্যাঃ, তস্তাপত্যং নার্য্যঃ (সায়ণ ) ২ নরহিতসম্বন্ধীয় যজ্ঞ । ( নিঘণ্ট, ) নাৰ্য্যঙ্গ (পুং) নারীণামঙ্গমিব শোভনং অঙ্গং যন্ত । ১ নাগরঙ্গ, নারঙ্গ নেবু। ( শব্বরত্না” ) ( স্ত্রী ) ২ নারীর অঙ্গ । নাৰ্য্যতিক্ত (পুং ) কিরাততিক্ত । (নৈৰণ্ট প্রকা” ) ইহা মনুষ্যদিগের হিতকর ও তিক্ত বলিয়া ইহার নাম নাৰ্য্যতিক্ত হইয়াছে। নাৰ্ষদ (পুং ) নৃষদস্তাপত্যং অণু। বৃষদ ঋষির পুত্র। “কৃতং বাং যন্নার্ষদায় শ্রবো” ( ঋব ১।১১৭৮) ‘মাৰ্যদায় নৃষদপুত্রায় বধিরায়ৰ্ষয়ে’ ( সায়ণ ) “অ নাৰ্য্যস্ত দক্ষিণ