পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিআমংপুর ১১ দশন । ১২ উপরম। ১৩ আশ্রয় । এই সকলের উলকরণ এইরূপ দেওয়া যাইতে পারে—১ মণিনিকর, এই স্থলে [ ११ ] নিউজিলগু নিউনি ( দেশজ) রাজমিস্ত্রীর কাঠনিৰ্ম্মিত কৰিবিশেষ। . নিউগিনি, প্রশান্তমহাসাগরস্থ পূৰ্ব্বীপপুঞ্জের অন্তর্গত একটা নি-উপসর্গের অর্থ সঙ্গ অর্থাৎ সমূহ=মণিসমূহ। ২ নিপতিত, এই স্থলে নি-উপসর্গের অর্থ অধোভাব, অর্থাৎ অধোদিকে পতন । অধোদিকে পতনের নাম নিপতন। ৩ নিগৃহীত, এই স্থলে নি-উপসর্গের অর্থ ভূশ, অত্যন্ত, অত্যন্ত পীড়িত নিগৃহীত । ৪ নিৰ্দেশিত। এইখানে নি-উপসর্গের অর্থ আদেশ । নিবিষ্ট, নিপুণ, নিবন্ধ, নিপীত, নিকট, নিদর্শন, নিবৃত্ত, নিলয়, এই সকল পদ মনোযোগ সহকারে দেখিলেই ! পূৰ্ব্বোক্ত অর্থ সকল পরিস্কট হইবে । মেদিনীতে আরও কএকটী অর্থ দেখিতে পাওয়া যায়—১৪ সংশয় । ১৫ ক্ষেপ । ১৬ দান। ১৭ মোক্ষ । ১৮ বিন্যাস । ( মেদিনী ) মুগ্ধবোধটীকায় দুর্গাদাস এই উপসর্গের আরও দুইটী অর্থ করিয়াছেন। ১৯ নিষেধ। ( দুর্গাদাস ) নিআঞ্জী, আফগানদিগের এক সম্প্রদায়। ইহার বা জেলায় বাস করে ও ঘোরের লোদিরাজের দ্বিতীয় পুত্র নিআজখার • বংশীয় বলিয়া পরিচয় দেয়। উক্ত লোদিবংশীয়গণ ১৫৫ হিজির অব্দে ভারতবর্ষ আক্রমণ করিয়া কুমায়ুন অধিকারপূর্বক উহা আপনার সস্তানদিগের মধ্যে বিভাগ করিয়া দেন । ইশাখাজেল নিঅজিথার অংশে পড়ে। তাছার বংশাবলী এখনও সেখানে রহিয়াছে। তাহাদের ৪ট কৃষিব্যবসায়ী সম্প্রদায়ের প্রায় ১৬০০ লোকের অধিকাংশই বর ও সিন্ধু নদীর চতুদিকে বাস করিতেছে । ইহাদের পোবিন্দ শাখা কেবলমাত্র পোরাসান ও দেরাজাতে ব্যবসা করে । তাহাদের মধ্যে পাচট সম্প্রদায় আছে। নিঅড়ি ( দেশজ ) সরল, সোজা । নিআন, লাদকের এক প্রকার বন্য মেষ । ইহারা দেখিতে সুন্দর এবং দ্রুতগামী । নিআমৎউল্ল, মঞ্চজান-ই-আফগানি ও তারিখ-ই-খা-জহান্‌ লোদি নামক দুইখানি পুস্তক প্রণেতা। তিনি দিল্লীশ্বর জাহঙ্গীরের নকলনবিশ্ব ছিলেন। নিআমৎপুর, মহিম্বর রাজ্যের অন্তর্গত সিমোগা জেলার একটা পল্লীগ্রাম। অক্ষা” ১৪” ৯ ১০% উঃ এবং দ্রাধি’ ৭৫” ৩৬ ৫৫' পূঃ । পাৰ্ব্বত্যপ্রদেশ ও সমতল ক্ষেত্রবাসিদের প্রধান ফুস স্থান । এখানকার প্রায় সকল ব্যবসায়ী লিঙ্গীয়ত সম্প্রদায়ভুক্ত। ইহার চতুষ্পাশে নানাবিধ শস্ত, চিনুি এবং স্বপারি উৎপন্ন হয় ও এতদেশীয়েরা উহার বিনিময়ে বরেল ও ধারবার হইতে আমদানী সুতিকাপড় এবং অষ্টান্ত ঘটি বাটী প্রভৃতি ক্রয় করে । X | ネe দ্বীপ। ইহার অপর নাম তানা-পাপুর। এখানকার ওয়েনষ্টনেলি গিরিশৃঙ্গ ১৩• • • ফিটু উচ্চ। ইহার উত্তর-পশ্চিম উপদ্বীপভাগ ওলন্দাজদিগের এবং দক্ষিণপূৰ্ব্বভাগ বৃটশ গবর্মেন্ট অধিকার করিয়াছেন। এখানে প্রসিদ্ধ পাপুয়া-জাতির বাস । ইহারা কতকটা আফ্রিকার নিগ্রেী এবং মেওরীজাতির সদৃশ । ইহাদের অঙ্গপ্রত্যঙ্গ ও মস্তকাদি পর্যবেক্ষণ করিলে ইহাদিগকে পলিনেসীয় শাখাভূক্ত বলিয়া মনে হয়। এখানকার ফ্লাই নদীতীরবাসিরা গাঢ় পিঙ্গলবর্ণ, খুব লম্বা চওড়া ও বলিষ্ঠ । পূৰ্ব্ব উপদ্বীপের অধিবাসির হরিতাভ পিঙ্গল বা কটা । অপরাপর জাতিরা পাপুয়ামালয়-বংশসস্তৃত । হুড উপসাগরের নিকটবর্তী গ্রামবাসিগণ যুদ্ধবিস্তানিপুণ, শ্রমশীল, নাবিকবিদ্যাপারদর্শী এবং সেখীন মুৎপাত্র ও খেলানাদি প্রস্তুত করিতে পটু। মোরাস্বি বন্দরবাস, কোই-তাপু ও কোয়িরিজাতিরা এখানকার আদিম অধিবাসী । ইহার খৰ্ব্বাকার । নিউগিনির দক্ষিণপূৰ্ব্বে প্রায় তিনশত মাইলের মধ্যে ২৫ট বিভিন্ন ভাষা দুষ্ট হয়। ইহাতেই সহজে অনুমান করা যায় যে, এখানে বহল অসভ্যজাতির বাস আছে। এমন কি কোন কোন জাতি বৃথা মানুষ মারে এবং তাহদের মাংস ভোজন করিয়া থাকে। এতদ্দেশের বণিকেরা সচরাচর দক্ষিণপূৰ্ব্বভাগের পাপুয়া-ওনেন এবং পাপুয়া-কয়িজীeাতি কর্তৃক বিনা কারণে জীবন হারাইয়া থাকে। এখানে পক্ষী, মৎস্ত ও ফলাদি প্রচুর জন্মে। তন্মধ্যে ইক্ষু, কুমড়া, তরমুজ, আম্র, শশা, সুপারি, সগু ও নারিকেল প্রধান । নিউ-অায়লগু, নিউহিব্রাইডিজ, নিউকালিডোনিয়, মালিকোলো ও তানা প্রভৃতি এই দ্বীপপুঞ্জের অন্তর্গত । নিউজিলগু, ইংরাজ্যধিকৃত একটা উপনিবেশ। দক্ষিণ গোলান্ধে প্রশাস্তু মহাসাগরে একটা দ্বীপপুঞ্জ। ইহার মধ্যে ছুইটী বড় দ্বীপ এবং দক্ষিণদিকে একটা ছোট দ্বীপ আছে। ঐ স্থানের লোকেরা বৃহৎ দ্বীপহুয়ের উত্তরের দ্বীপটীকে এহিনোমলক্ এবং দক্ষিণের দ্বীপটীকে টাবেল-পোনায়ু বলিয়া থাকে। একটী বিস্তৃত যোজক এই দ্বীপদ্বয়কে সংযুক্ত করিয়াছে। কিন্তু উপনিবেশ-স্থাপনকারির উত্তরের দ্বীপটীকে নিউঅলষ্টার, মধ্যের টীকে নিউমানষ্টার এবং ক্ষুদ্রটকে নিউলিনৃষ্টার নামে অভিহিত করিয়া থাকেন। এই দ্বীপপুঞ্জ দ্রাখি" ১৬৬’ হইতে ১৭৮° ৩৫' পূঃ মধ্যে এবং অক্ষা ৩৪° ২৫ ও ৪৭° ২০' দক্ষিণ মধ্যে অবস্থিত । বড়