পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- নিজামরাজ্য

  • ---

কর্তৃক সিংহাসনচ্যুত ও ১৭৬৩ পৃষ্ঠাঝে হত হন। ১৭২৬ পৃষ্ঠাম্বে নিজাম আলীর সহিত ইংরাজদিগের এই মৰ্ম্মে সন্ধি হয় গে, নিয়ার আলী ইংরাঞ্জদিগকে সরকার প্রদেশ প্রদান করিবেন এবং ইংরাজের নিজামের আবশুকমত তাহাকে একদল সৈন্য দিয়া সাহায্য করবেন, কিন্তু যখন সৈন্তের আবগুক না হইবে, তখন বার্ষিক নয় লক্ষ টাকা কর দিবেন। নিজামও তাহার সৈঙ্গার ইংরাজদিগের সাহায্য করিতে প্রতিশ্রত হইলেন। । আরও নিজামের ভ্রাতা বসালৎজঙ্গ, যতদিন সদ্ব্যবহার করিবেন, ততদিন তাছার অধিকৃত সরকারপ্রদেশ ইংরাজ গবর্মেন্ট অধিকার করিতে পারবেন না, এই স্থির হয়। এই ঘটনার অল্প দিন পরেই নিজাম আলী মহিমুরের রাজী হায়দার আলীর সহিত যোগ দেওয়ায় ও বিরুদ্ধাচরণ করায় পুৰ্ব্ব সন্ধি ভঙ্গ হুইয়া যায়। পরে ১৭৬৮ খৃষ্টাব্দের সন্ধি দ্বারা পুনরায় ইংরাজদিগের সহিত নিজাম আলী মৈত্রত স্থাপন করেন। ঐ সন্ধির মধ্যে । ইহাও লিখিত ছিল যে, ইংরাজেরা এবং কর্ণাটের তদানীন্তন নবাব, নিজামের প্রয়োজনসাধনীৰ্থ সৰ্ব্বদাই দুই দল সিপাহী ও । ইংরাঙ্গ-চালিত ছয়ট কামান প্রস্তুত রাখিবেন। যতদিন তাছার নিজামের কোন কার্যে নিযুক্ত থাকিবে, তত দিন নিষ্টাম তাছাদের সমস্ত ব্যয়ভার বহন করিবেন। ১৭৮৯ খুষ্ঠাকে লর্ড কর্ণওয়ালিস নিজামকে এই মৰ্ম্মে একখানি পত্ৰ | লেখেন যে, ১৭৬৮ খৃষ্টাব্দের সন্ধি অনুসারে ইংরাজ গবলেট। নিজামের কাৰ্য্যের জন্য যে সৈন্য প্রেরণ করিবেন, তাহাদিগকে । নিজাম, ইংরাজের মিত্র রাজার বিরুদ্ধে নিয়োগ করিতে পারি- | বেন না। পর বৎসর হায়দারআলীর পুত্র টিপু স্বলতানের সহিত যুদ্ধ অনিবার্য হইয়া উঠিলে, নিজাম, পেশব ও ইংরাজ । গবমেণ্ট পরম্পর সন্ধি স্থাপন করেন। টিপু তাহার অদ্ধেক রাজ্য প্রদানপুৰ্ব্বক বিরুদ্ধাচরণ হইতে বিরত থাকিতে স্বীকৃত হন। কয়েক বৎসর পরে নিজাম, মরাঠাদিগের সহিত যুদ্ধে ; ব্যাপুত হইয়া ইংরাজদিগের সাহায্য প্রার্থনা করেন। কিন্তু ইতিপূৰ্ব্বে মরাঠাদিগের সছিত ইংরাজদিগের সন্ধি স্থাপিত হওয়ায় । ইংরাজ গবর্ণর-জেনারল সায় জন সোর নিজামকে সাহায্য ন। করায় নিজাম অগত্যা মবাঠাদিগের সহিত সন্ধি করেন । এই হেতু কিছু দিন পর্য্যন্ত ইংরাজদিগের সহিত তাহার ; মনোমালিন্য ছিল। পরে লর্ড ওয়েলেসলি গবৰ্নর-জেনারল । হইয়। আসিলে, ১৭৯৮ খৃষ্টাকে নিজামের সহিত পুনরায় সন্ধি । হয়, এই সময় স্থির হয় যে, ৬• • • সিপাহী সৈন্য ও উপযুক্ত i কামান নিজামের কার্থে নিয়ত নিযুক্ত থাকিবে এবং নিজাম তাহাদিগের বায় জন্য ২৪১৭১• ০ টাকা দিবেন। তদনন্তর টিপুর মৃত্যুর সহিত জীরঙ্গপত্তনের অধঃপতন

  • [ ১০৪ ]

নিজামরাজ্য - হইলে, তাহার রাজ্য ইংরাজ ও নিজাম ভাগ করিয়া লন । নিজামের অধিকৃত এই সম্পত্তি নিজামাধিকৃত জেলা নামে ठाछिष्ट्रिउ झ्श । যাহা হউক নিজামরাজগণ ক্রমশঃ ইংরাজ গবর্মেন্টের নিকট ঋণী হইয়া পড়িতে লাগিলেন, অবশেষে ১৮৫৩ খৃষ্টাব্দের নূতন সন্ধির সর্ব অনুসারে নিজামের ব্যয়ের জন্য ইংরাজ গবর্মেন্ট নিজ ব্যয়ে ৫০০০ পদাতিক, ২০ • • অশ্বারোহী সেনা ও ৪টা কামান রাখিয়া দেন এবং নিজাম তজ্জন্য ৫০ লক্ষ টাকা আয়ের সম্পত্তি ইংরাজ-হস্তে অৰ্পণ করিতে স্বীকার করেন। ইতিপূৰ্ব্বে নিজাম যে সৈন্য দ্বারা ইংরাজ গবমেন্টের সাহায্য করিতে প্রতিশ্রুত ছিলেন, তাছা নিবারিত হইল । সিপাহী যুদ্ধের সময়, নিজাম ইংরাজদিগের বিরুদ্ধtচরণ না করায় ১৮৬০ খৃষ্টাকে ইংরাজরাজ সন্তুষ্ট হইয়া পুনরায় এক সন্ধি করেন । তাহাতে নিজামকে ঐ পাঁচলক্ষ টাক রেহাই দিয়া ইংরাজের বেরার রাজ্য স্বহস্তে লইলেন । বেরারের আয় ঐ সময় ৩২ লক্ষ টাকা ছিল । ইংরাজ-শাসনে উহার রাজস্ব অনেক বর্ধিত হইয়াছে। অতিরিক্ত আয় নিজামকে ফেরত দেওয়া হইয়া থাঝে । । বর্তমান নিজাম মীর মহবুব আলী ১৮৬৬ থষ্টাব্দে জন্ম গ্রহণ করেন । মুসলমান রাজাদিগের মধ্যে তিনিই মান সন্ত্রমে সকলের প্রধান বলিয়া গণ্য । এই নিজামের বর্তমান ৭১ট বড় কামান, ৬৫৪টা ছোট কামান, ৫৫১ জন গোলন্দাজ, ১৪০০ অশ্বারোহী, ১২৭৭৫ পদাতিক সৈন্য এবং বহু সংখ্যক শিক্ষিত-সেনা আছে । নিজামরাজ্যের রাজধানী হায়দরাবাদ । ইহার পরিধি ৬ মাইল। এই নগর প্রাচীর দ্বারা বেষ্টিত হইয়া, কলিকাতা হইতে ৯৬২ মাইল দক্ষিণপশ্চিমে মুসীমদীর তীরে শোভমান । এখানে নানাজাতীয় লোকের বাস ও সকলেই সাহসী বা যুদ্ধপ্রিয়। হায়দরাবাদের চতুৰ্দ্দিকে নানা গিরিমালা বিদ্যমান থাকায় এই নগরের স্বাভাবিক সৌন্দর্য অতীব মনোহর । এখানে অনেক মুসলমানের বসতি আছে । এখানকার জুমা-মস্জিন্‌ সৰ্ব্বত্র প্রসিদ্ধ, উহা মক্কার মন্দিরের অনুরূপে গঠিত এবং অত্যন্ত উচ্চ । সহরের চতুদিকে সুন্দর সুন্দর হর্মু ও মনোহর উষ্ঠানসমূহ বিদ্যমান। এখানকার কলেজ বা চার মিনার অতি আশ্চর্য্য। এই বাটী, ৪ট প্রকাগু খিলানের উপরে দগুীয়মান এবং সহরের প্রধান প্রধান ৪ট রাস্তা এই থানে অসিয়া মিলিত হইয়াছে। উপরে এক একটা তল (যেমন দ্বিতল, ত্রিতল ইত্যাদি ) এক একটী বিদ্যা অভ্যাসের জন্য, পূৰ্ব্বে উৎসর্গীকৃত হয়। এখন উহ গুদামরূপে ব্যবহৃত হইতেছে।