পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निमीकूछ - - থাকে, এ* দুৰ্ব্বা ইংকে নিমরুদ তপসী বলিয়া থাকে। এই फेफब्र भरझङ्ग पत्रर्षहे निमङ्गक्रवैशि । जांव मौग्न cशांशांमाब्र দিকটে &কট প্রাচীন নগর আছে, ইহা নিমরুদ নামে খ্যাত। নিম (পারসী) পোষাক । , t5लङरग:दद्र नामाख्द्र । [ চৈতন্য দেখ। } নিমাৎ, বৈষ্ণবদিগের মধ্যে हेश छङ्कर्ष जटनाङ्ग । निशांनिडा ইহার প্রবর্তক, এই জঙ্ক কেহ কেহ ইহাকে নিম্বার্ক বা নিমাৎ নামে অভিহিত করেন । এই সম্প্রদায়ের অপর একটী নাম সনকাদি-সম্প্রদায় । ইহাদের বিশ্বাস, নিস্বাড়িা স্বর্ষোর অবস্তার এবং ইনি পাষগুদমনার্থ ভূমণ্ডলে অবতীর্ণ হন। বৃন্দাবনের সন্নিকটে ইহার বাস ছিল। ইহাদের সাম্প্রদায়িক নিয়মাদি লিখিত কোন গ্রন্থ নাই। ইছার বলেন সম্রাট অরঙ্গজেব বাদশাহের রাজত্ব সময়ে মুসলমানগণ মথুরায় তাহাদের ধৰ্ম্মবিষয়ক সমুদায় গ্রন্থাদি পুড়াইয় ফেলে । রাধাকৃষ্ণের যুগলরাপ ইছাদের একমাত্র উপাস্ত এবং শ্ৰীমন্ত্রীগয়ত ইছাদের প্রধান শাস্ত্রগ্রন্থ । ইহারা ললাটদেশে গোপীচন্দনের দুইটী উদ্ধ রেখা করে এবং উছার মধ্যস্থলে কৃষ্ণবর্ণ বৰ্ত্ত লাকার একটা তিলক অঙ্কিত করিয়া থাকে। অনেকে গলদেশে ধারণ করিবার জন্ত এবং নাম জপ কলিবার জষ্ঠ স্কুলসীকাষ্ঠের মালাও ব্যবহার করে। নিম্বাদিত্যের কেশবভট্ট ও হরিদাস নামক দুই শিষ্য হইতে "বিরক্ত’ এবং গৃহস্থ এই দুইটা সম্প্রদায়ের উৎপত্তি হইয়াছে। যমুনাতীরে মথুরাসন্নিধানে ধ্রুবক্ষেত্র পাহাড়ের উপরে নিধার্কের গদি আছে। লোকের বিশ্বাস, গৃহস্থশ্রেণীভুক্ত হরিদাসের সন্তানেরাষ্ট তাহার অধিকারী হইয়া আসিতেছেন। কিন্তু তথাকার মহন্তগণ আপনাকে নিষ্কার্কের বংশোদ্ভব বলিয়া পরিচয় দেন । তাহীদের মতে ধ্রুবক্ষেত্রের গদি ১৪০০ বৎসর হইল প্রতিষ্ঠিত হইয়াছে। পশ্চিমাঞ্চলে মথুরার সন্নিকটবর্তী স্থানে এবং বাঙ্গাল। দেশে এই সম্প্রদায়ের বিস্তর লোক দেখা যায় । প্রসিদ্ধ জয়দেবগোস্বামী এই মতাবলম্বী বৈষ্ণব ছিলেন । মিমাতব্য (ত্রি) নি-মা-তব্য। বিনিময়যোগ্য। “স্কলারসৈর্মিমাতব্য নত্বেত্ব লবণং রসৈঃ ” ( মতু ১৯৯৪) নিমাদ, মধ্যভারতের মধ্যৰৰ্তী একটা জেল, ইহার প্রধান নগর বুরহানপুর । [ নিমার দেখ। ] নিমান (ক্লী) নিমীয়তেইনেন নিন্ম-লুটি। মূল্য। (সংখ্যায়৷ গুণন্ত নিমানে ময়ই। পা ৫২।৪৭) 'নিমানং মূল্যম্’ । নিমামুক্ত, একজন বৈষ্ণব ওক । [ s8ર ] নিমার নিমার, মধ্যপ্রদেশের চিন্তু কমিশনরের অধীনস্থ একটা জেলা। অক্ষা ২১° ৪ হইত্তে ২২° ২৬ উঃ এবং দ্রাঘি’ ৭৫° ৫০ হইতে ৭৭° ১' পূঃ মধ্যে অবস্থিত। এইট মধ্যপ্রদেশের পশ্চিম প্রাস্তস্থ জেলা। ইহার উত্তরসীম ধাররাজের ও মহারাজ হোলকরের রাজ্য ; দক্ষিণে খান্দেশ জেলা, পশ্চিমে বেরার রাজ্য ও পূৰ্ব্বে হোসঙ্গবাদ। নিমার জেলার উত্তরস্থ স্থানসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র গিরিমালায় শোভিত্ত থাকায় সমতল ভূমি অভাবে, ঐ অঞ্চলে আদেী কৃষিকাৰ্য হয় না। উত্তরপূর্বাংশে কতকদুর পর্যন্ত অনেক পতিত জমি আছে। তদ্ভিন্ন ঐ অংশের সকল ভূমি সাধারণতঃ অমুর্কর নয়। এই জেলার দক্ষিণাংশে তাপ্তী নদীর তীরস্থ ভূমি অপেক্ষাকৃত অনেকটা উৰ্ব্বর, পশ্চিমাংশের ভূমিও অতি ক্ষত্ত্বের সহিত কৰ্ষিত হয়। কিন্তু নৰ্ম্মদানদীর সৰ্ব্বোত্তরস্থ ভূমিসমূহ সৰ্ব্বাপেক্ষা উৰ্ব্বর হইলেও মনুষ্য অভাবে উহ। এখনও পতিত অবস্থায় রহিয়াছে। ৱৰ্ম্মদা ও তীর্থীনদীর তীরস্থ ভূমি ১৫ মাইল বিস্তৃত একটী পাহাড় দ্বারা বিভক্ত। এই পাহাড় সাতপুর পাহাড় নামে খ্যাত। এই পাহাড়ের শৃঙ্গে সমতল ভূমি হইতে ৮৫০ ফিট উচ্চে আশীরগড় দুর্গ ও একটা গিরিপথ আছে, উত্তরভারত হইতে দক্ষিণভারতে আসিবার পক্ষে বহুদিবসাবধি ঐ পথই প্রশস্ত পথ বলিয়া পরিগণিত ছিল। এককথায় বলিতে গেলে, এই জেলার অধিকাংশ স্থান পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ। পাথুরিয়া কয়লা এখানে আদৌ পাওয়৷ যায়ন, তবে চাদগড় ও পুনালার নিকটবৰ্ত্তী জঙ্গলে লৌহের থনি দুষ্ট হইয় থাকে। নিমার জেলার সকল অরণ্যের মধ্যে পুনাসা-বন গবর্মেন্টের থাসে আছে। এখানে সেগুণ ও অন্তান্ত অনেক বড় বড় কাষ্ঠ পাওয়া যায়। তাধীনদীর তীরভূমির মধ্যে দক্ষিণ-পূৰ্ব্বে সে অরণ্য আছে, উহাতেও অনেক মূল্যবান বৃক্ষ বর্তমান রহিয়াছে । চাদগড় পরগণার অরণ্যও অতি বিস্তৃত। এই সমস্ত অরণ্য ব্যান্ত্রের বিস্তৃত আঁবাস ভূমি। কিন্তু ইহার প্রায়ই মনুষ্যের প্রতি আক্রমণ করে না । বহুভল্লুক, চিতাবাঘ, নেকড়ে ও বন্তবরাহ প্রভৃতি নানাবিধ হিংস্র জন্তু এই অরণ্যে বহুসন্ধ্যক দৃষ্ট হয়। তড়ির শীকারের উপযুক্ত হরিণ, থরগোস প্রভৃতি বহুবিধ নিরীহ জন্তু ও বল্পকুকুট প্রভৃতি নানাজাতীয় পক্ষী এখানে যথেষ্ট পাওয়া যায় । হৈহয় রাজার পূর্বকালে মাছিয়র্তীতে (বর্তমান মছেশ্বরে ) অবস্থানপূর্বক প্রান্ত-নিমার শাসন করিতেন। পরে ব্রাহ্মণেরা তাহাদিগকে রাজ্যচ্যুত করেন। ঐ ব্রাহ্মণ দ্বারা নৰ্ম্মদানীবেষ্টিত মাদ্ধাতা নামক স্থানে শিবপূজা প্ৰবৰ্ত্তিত হয়। তৎপরে জাশীরগড়ের চোহান রাজপুতের হিন্দু দেব