পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মার সঙ্গে কলিকর বিবাহ । তু৭ পিতৃ কাছে এসে পদ্মা করে নিবেদন । শুনে বৃহদ্ৰথ হর্ষে কুরিল গমন ॥ সঙ্গে যায় পাত্র মিত্র বিপ্র পুরোহিত । পূজার সামগ্ৰী সৰ আর মৃত্য গীত । মহা সমারোহে চলে কলিক্ষরে আনিতে । সোণার নিশান উড়ে সবে পুলকিতে ॥ শুক সনে আছে বসে সরোবর ধারে । শ্যাম কলেবরে শোভে ইন্দ্রচাপ করে ॥ সে শ্যাম সুন্দর সঙ্গে কি শোভা ভূষণে । দেখিতে অপূর্ব সুন্দর পীত বসনে ॥ কলিঙ্ক মুখ দেখে রাজা আনন্দেতে ভাসে। বিধিমত পূজা করি সকরুণ ভাষে। . মান্ধাতা তনয় সনে মিলে ছিলে বনে । সেই মত মিলি অামি ধন্য এ জীবনে ॥ ঘরে আনি পূজা করি অতি সমাদরে । দ্ভিলেন পদ্মারে রাজা পদ্মনাভ-করে ॥ " • সোণার বরণ পদ্মা শ্যাম অঙ্গ কলিক । যেন নীলু পীতে রাজী, শোভা বলব কি ৷ পেয়ে প্রিয়তম কলিক্ষ সাধুর আদরে । রছিলেন কিছু দিন সিংহল ভিতরে। [ ৪ ] কলিক