পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:e w কলিকপুরাণে বিমলারে ডেকে বলে শুন ওলো সই । বিয়ে হবে ধুম ধাম পতি মোর কই । এ কি বিধি বিড়ম্বন পুরুষ হেরিলে । তখনি রমণী হয় কি লেখো কপালে ৷ কোথা হে শঙ্কর ! মোর কোথা পতি বল । করেছি ষে আরাধনা হবে কি বিফল ৷ তব বাক্য মিথ্যা যদি বিষ্ণুপতি নন। আগুণে এ দেহ দিয়ে ত্যজিব জীবন ॥ আমি যে মানবী কোথা দেব জনাৰ্দ্দন । বঞ্চনা করেছে শিব বিধি বিড়ম্বন ॥ বিষ্ণুতেজী আম সম বঁাচে কোন নারী পদ্মার শোকের কথা কহিতে না পারি ॥ শুকমুখে শুনে কলিক বিস্ময় হইয়া । শুকে বলে শীঘ্ৰ যাও এসো বুৰাইয় । মম প্রণয়িনী পদ্মা আমি তার পতি । বিধাতা লিখেছে এই জান মহামতি ॥ অননন্দে প্রণমি শুক কলিকর বচনে । যাইল সিংহলে, উপনীত কিছুক্ষণে ।