পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকর বর লাভ । SS গাত্র ছয়ে বলে হেঁসে আছে সৰ্ব্বাত্মন। কি বর প্রার্থনা কর বল হে এখন ॥ ভূমণ্ডলে তব স্তোত্র পড়িবে যে জন । ইহ পর লোকে কাৰ্য্য হইবে সাধন ॥ বিদ্যার্থির হবে বিদ্য। ধৰ্ম্মার্থির ধৰ্ম্ম । যা চাবে তা পাবে সুখে যেবা বুঝে মৰ্ম্ম ॥ পক্ষীরাজ গরুড়ের অংশভূত হয় । কামচারী বহুরূপী লাও এই হয় ॥ লও এই শুক পক্ষী দিতেছি,তোমায় । সৰ্ব্ব শাস্ত্রে পারদর্শী থাকিবে সহায় ॥ করাল এ করবাল মুটো রত্নময় । কমাতে ধরার ভার-লও দয়াময় ॥ -ա- : মনোমত পেয়ে বর কলিক অবতার । দেব দেব মহাদেবে করে নমস্কার ॥ শিব•কথা শুনি কলিক অশ্ব আরোহণে । পিতা মাতা কাছে আসি বলে ভ্রাতৃগণে ॥ পড়া সাঙ্গ বরপ্রাপ্ত রামের বচন । গাগ্য ভর্গ বিশালাদি শুনে তুষ্ট হন ।