পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিঙ্কপুরাণে ، ماهد . পতি পুত্ৰ ভাৰ্য্যা বন্ধু কেবা কোথা কার। ইন্দ্রজাল তুল্য খালি স্বপ্ন মাত্র সার । ভগৰীন কলিক সেবা যেবা নাহি করে। যাহাদের সদা মন রাগ অহঙ্কারে ॥ মোহ হেতু স্নেহ-জালে বদ্ধ রয় যারা । জানিয়ে সংসার মায়া আসে যায় তারা ॥ কোথা কাল কোথা স্বত্যু যম বা কোথায়?। কোথা দেব খেলা খালি কলিকর মায়ায় ॥ হে কামিনীগণ । অস্ত্র নাই শক্তি নাই । ভ্ৰমে লোকে শস্ত্র বলে প্রভু আজ্ঞাবাহী ॥ নাশিতে ইহার দাসে হেন শক্তি নাই । দৃষ্টান্ত প্ৰহলাদে যেন মারিতে যাওয়াই ॥ অস্ত্ৰ শস্ত্র বাক্য শুনি স্লেচ্ছনারী কত । ত্যেয়াগিয়ে ম্লেছ মোহ কলিক্ষ-পদে নত ॥ দেখিয়ে কমলাপতি দেন উপদেশ । জ্ঞান পেয়ে ভক্তি দ্বারা স্বর্গে গেল শেষ। ভক্তিভাবে হরি-ভক্তি কথা সুধাময় । পড়িলে শুনিলে মোক্ষ মায়া মোহ যায়। জন্ম স্বত্ব্য অনুভব কখন না হয়। দু-শ্বের সংসার আর কদাচ না বয়। ইতি স্লেচ্ছ।